Sudipa Chatterjee: অসুস্থ স্বামীকে রেখে ছেলেকে নিয়ে হুল্লোড় সুদীপার, ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ, তারপর...

Last Updated:

Sudipa Chatterjee: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইডেনের গ্যালারি থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সুদীপা৷ ইডেনের গ্যালারি থেকে সুদীপার ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ৷

অসুস্থ স্বামীকে রেখে ছেলেকে নিয়ে হুল্লোড় সুদীপার
অসুস্থ স্বামীকে রেখে ছেলেকে নিয়ে হুল্লোড় সুদীপার
কলকাতা: বিশ্বকাপের জমজমাট আসর বসেছে ইডেনে৷ শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ৷ রবিবার ইডেনে ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ৷ এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিল টলিপাড়ার একাধিক তারকারা৷ এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়৷ একরত্তি ছেলে আদিদেবকে নিয়েই ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন তিনি৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইডেনের গ্যালারি থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সুদীপা৷ যেখানে দেব থেকে নুসরত একাধিক তারকার সঙ্গে দেখা গিয়েছে তাকে৷ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছেলে অগ্নিদেবের ছবিও শেয়ার করেছেন৷ যার ক্যাপশনে লেখা ছিল-দাদার সঙ্গে অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ এছাড়া প্রতিটি ছবির সঙ্গে মজাদার ক্যাপশন দিয়েছিলেন সুদীপা৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে৷
advertisement
advertisement
ইডেনের গ্যালারি থেকে সুদীপার ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ তবে অনেকেই কটাক্ষ করে লিখেছেন- ‘স্বামী অসুস্থ, আর আপনারা মা ও ছেলে মিলে খেলা দেখছেন৷’ অন্যজন লিখেছেন-‘অগ্নিদেববাবু অসুস্থ, এর মধ্যে যাওয়াটা কি খুব দরকার ছিল৷’ তবে এই ট্রোলিংয়ে চুপ থাকেননি সুদীপা৷ তিনিও পাল্টা জবাবে বলেছেন, ‘আমার ছেলেটা বড্ড ছোট, শেষ কিছুমাস ধরে স্কুল, আর হাসপাতাল ছাড়া আর কোথাও যায়নি৷ দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যেতে যেতে বেচারা খুব উত্তেজিত হয়ে আমায় বলেছিল মা আমাকে একদিন নিয়ে আসবে? তাই আমন্ত্রণ পেয়ে আর বসে থাকতে পারিনি৷’
advertisement
সময়টা মোটেই ভাল যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়ের৷ এক তো দুর্গাপুজোর অষ্টমীর রাতেই প্রিয় সদস্যকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ বর্তমানে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুদীপাকে৷ বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়কে৷ স্বামীর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী৷ সকলের প্রার্থনায় ও চিকিৎসকের জন্যই সুস্থ হয়ে উঠেছেন সুদীপার স্বামী৷ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আচমকা অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন সুদীপার স্বামী ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: অসুস্থ স্বামীকে রেখে ছেলেকে নিয়ে হুল্লোড় সুদীপার, ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ, তারপর...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement