মহিলা পরিচালিত সিটি সেন্টার টু-এর জগদ্ধাত্রী পুজোয় এ বছরের ভাবনায় উঠে এসেছে ভূতেদের রাজ্য। আর সেখানেই দেখা মিলছে হরেক রকম ভূতের। আর তা দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষ। পুলিশি নিরাপত্তা থাকলেও ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। লাইনে দাঁড়িয়ে সকলেই একবার ভূতেদের দর্শন পেতে চাইছেন। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে শান্তিপুর থেকে একদল শিল্পীই এবারের এই ভূতেদের রাজ্যে নানা বহুরূপী সাজে অংশ নিয়েছেন। দীর্ঘ সময় ধরে মেকআপ করে তারপর আরও বেশ কিছু সময় এভাবেই অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দিচ্ছে তাঁরা।
advertisement
কেউ মুখে রং মেখে সেজেছেন ভূত, আবার কেউ মুখোশ পরে সেজেছেন ব্রহ্মদৈত্য। মন্ডপে ঢুকতেই আঁতকে উঠতে হচ্ছে দর্শনার্থীদের। শান্তিপুরের এই শিল্পীরা গত দু'বছরের করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। দীর্ঘ সময় নানা অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ দিয়েই তাদের শান্তি মেলে। আর তার বিনিময়ে বাড়তি কিছু উপার্জন ঘরে নিয়ে যাওয়ার সুযোগ হয় এই শিল্পীদের। ভূত সেজে মানুষকে আনন্দ দিতে পেরে খুশি এই শিল্পীরাও।
আরও পড়ুন : পারিবারিক বিবাদের জের, এক মহিলার কান টেনে ছিঁড়লেন আর এক মহিলা
অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো জেলার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে মানুষের কাছে। রাত বাড়লেই বাড়ছে ভিড়৷ সারারাত ধরে চলছে, ঠাকুর দেখার পালা। এই এলাকায় মোট ৭৫টি জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে বিভিন্ন থিমের পুজো যেমন উঠে এসেছে, তেমনই এ বছর সবচেয়ে আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে হরিপুর সিটি সেন্টারের জ্যান্ত ভূতের রাজ্য। লাইন দিয়ে রাত জেগে দর্শনার্থীরা দেখছেন এই মণ্ডপ।