West Midnapore News: পারিবারিক বিবাদের জের, এক মহিলার কান টেনে ছিঁড়লেন আর এক মহিলা

Last Updated:

Debra Incident: ঘটনার পরেই প্রতিবেশী পুড়গী হেমব্রমের ডেবরা থানায় লিখিত অভিযোগ জানানোর জন্য হাজির হয় সোনালি সরেন ও তার স্বামী পংকজ সরেন।

+
আক্রান্ত

আক্রান্ত সোনালী হেমব্রম

পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর:  পারিবারিক বিবাদের জেরে এক মহিলার কান ছিঁড়ল আর এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ধামতোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে দুই মহিলার মধ্যে ঝগড়া লাগে। এরপর তা হাতাহাতির রূপ নেয়, সেই সময় এক মহিলার কান ছিঁড়লেন আর এক মহিলা। ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শুক্রবার দুপুর ১ টা নাগাদ।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের ধামতোড় এলাকার বাসিন্দা সোনালি সোরেন অভিযোগ করেন, এদিন দুপুরে হঠাৎ করেই  তাঁর পাশের বাড়ির পুড়গি হেমব্রম নামে এক প্রতিবেশী মহিলা তাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ঝগড়া থেকে শুরু করে তা পৌঁছয় মারামারিতে।
আরও পড়ুন :  ঢং ঢং শব্দে এখন কেউ ঘড়ি মেলায় না! অবহেলার পড়ে হাজারদুয়ারীর দক্ষিণ দরজার ঘণ্টা
আর মারামারির মধ্যে পুড়গি হেমব্রম সোনালি সোরেনের কানের দুল ধরে টানাটানি করলে সোনালির কানের পাতা ছিঁড়ে যায়। এর পরই রক্তাক্ত অবস্থায় স্থানীয় ডেবরা গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করান সোনালি হেমব্রম। ঘটনার পরেই প্রতিবেশী পুড়গী হেমব্রমের নামে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানানোর জন্য হাজির হয় সোনালি সরেন ও তার স্বামী পঙ্কজ সরেন।
advertisement
advertisement
পঙ্কজ সরেন জানান, সামান্য কথা কাটাকাটি থেকে দুজনের মধ্যে বচসা এবং বচসা থেকে ঝগড়া শুরু হয়ে যায় সোনালি ও পুড়গির মধ্যে। তবে তিনি বুঝতে পারেননি যে ঝগড়া থেকে মারামারি শুরু হয়ে যাবে। সেই সময় হঠাৎই পুড়গি হেমব্রম গালিগালাজ দিতে শুরু করে এবং সোনালির কানের দুল ধরে জোরে টান দিলে কানের পাতা ছিঁড়ে যায়। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় গ্রামে।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পারিবারিক বিবাদের জের, এক মহিলার কান টেনে ছিঁড়লেন আর এক মহিলা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement