আরও পড়ুন Rose Day 2023 : কাকে কোন রঙের গোলাপ দেবেন বুঝতে পারছেন না! রোজ ডে-তে রইল সহজ টিপস
সুন্দরবন অঞ্চলে প্রত্যন্ত এলাকার মানুষ বাড়ির পাশে ইন্ডিয়া গেটের অবয়ব দেখতে পেয়ে খুশি। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে সুন্দরবন গ্রামীণ শুভ সূচনা হলো। ৬ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: স্কুল ভ্যান উল্টে গিয়ে রক্তারক্তি কাণ্ড, আহত ৫ খুদে ছাত্র! ভয়াবহ ঘটনা বেঙাইতে
এই মেলায় মূলত সুন্দরবন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের ছোঁয়ার পাশাপাশি কয়েক'শ আতশবাজির সমাহারে এই মেলার রূপ-রস-গন্ধ পেল সুন্দরবনবাসী। মহিলা ঢাকিদের তালে তাল মিলিয়ে ঝুমুর নাচ এই মেলার বিশেষ আকর্ষণ ছিল । দশদিন ব্যাপি আয়োজিত এই মেলায় তিনশো-টি স্টল। সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে বছরের একটিবার মেলা গড়ে ওঠে এক মিলনক্ষেত্র হিসাবে।
জুলফিকার মোল্যা