দক্ষিণ ২৪ পরগণা: শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহের শুরুই হয়েছে রোজ ডে দিয়ে। এই রোজ ডে-র দিন ভালোবাসার ভাষা বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল গোলাপ রঙ।
2/ 8
বাজারে পাওয়া যাওয়া লাল, সাদা, হলুদ সহ একাধিক গোলাপ। কোন রঙের গোলাপের কি ভাষা, তা জানতে আমাদের সঙ্গে থাকুন, আর আপনার মতামত দিন।
3/ 8
লাল গোলাপ সাধারণত প্রেম নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে প্রেমের প্রতীক লাল গোলাপ । সেজন্য বহুল ব্যবহৃত হয় এই গোলাপ।
4/ 8
রোজ ডে-র দিন এই লাল গোলাপ খুবই অপরিহার্য। সেজন্য এই গোলাপের দামে একটু বেশি থাকে আজ। তবে মনের মানুষের জন্য রোজ ডে-র দিন বেশি দামে লাল গোলাপ কিনলেও ক্ষতি নেই।
5/ 8
সাদা গোলাপ সাধারণত সকলকেই দেওয়া যায়। নতুন জীবন শুরুর জন্য এই গোলাপ ব্যবহার করা হয়। কাউকে মিস করলে আপনি পাঠাতে পারেন এই সাদা গোলাপ।
6/ 8
হলুদ গোলাপ জীবনের মূল্যবান সম্পর্কের প্রতীক, বন্ধুত্বের প্রতীক। সেজন্য হলুদ গোলাপ পাঠিয়ে প্রিয়জনকে আপনার জীবনে তার গুরুত্ব বোঝাতে পারেন।
7/ 8
গোলাপী রঙের গোলাপ দিনযদি আপনি করো তারিফ করতে চান। বস হোক বা কলিগ, কিংবা আপনারঅধীনস্থ কেউ কাজের বাহবা দিতে গেলে উপহার দিন গোলাপী গোলাপ
8/ 8
তাহলে আপনি আপনার পছন্দের গোলাপ বেছে উপহার দিন আপনার কাছের মানুষকে। আর এরকম খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। Input- Nawab Mullick
Rose Day 2023 : কাকে কোন রঙের গোলাপ দেবেন বুঝতে পারছেন না! রোজ ডে-তে রইল সহজ টিপস
দক্ষিণ ২৪ পরগণা: শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহের শুরুই হয়েছে রোজ ডে দিয়ে। এই রোজ ডে-র দিন ভালোবাসার ভাষা বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল গোলাপ রঙ।
Rose Day 2023 : কাকে কোন রঙের গোলাপ দেবেন বুঝতে পারছেন না! রোজ ডে-তে রইল সহজ টিপস
রোজ ডে-র দিন এই লাল গোলাপ খুবই অপরিহার্য। সেজন্য এই গোলাপের দামে একটু বেশি থাকে আজ। তবে মনের মানুষের জন্য রোজ ডে-র দিন বেশি দামে লাল গোলাপ কিনলেও ক্ষতি নেই।