Rose Day 2023 : কাকে কোন রঙের গোলাপ দেবেন বুঝতে পারছেন না! রোজ ডে-তে রইল সহজ টিপস

Last Updated:
Rose Day: রোজ ডে-তে ভালোবাসার ভাষা বোঝান ফুলের রঙে, জেনে নিন কোন রঙের গোলাপ কার জন্য
1/8
দক্ষিণ ২৪ পরগণা:  শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহের শুরুই হয়েছে রোজ ডে দিয়ে। এই রোজ ডে-র দিন ভালোবাসার ভাষা বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল গোলাপ রঙ।
দক্ষিণ ২৪ পরগণা:  শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহের শুরুই হয়েছে রোজ ডে দিয়ে। এই রোজ ডে-র দিন ভালোবাসার ভাষা বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল গোলাপ রঙ।
advertisement
2/8
বাজারে পাওয়া যাওয়া লাল, সাদা, হলুদ সহ একাধিক গোলাপ। কোন রঙের গোলাপের কি ভাষা, তা জানতে আমাদের সঙ্গে থাকুন, আর আপনার মতামত দিন।
বাজারে পাওয়া যাওয়া লাল, সাদা, হলুদ সহ একাধিক গোলাপ। কোন রঙের গোলাপের কি ভাষা, তা জানতে আমাদের সঙ্গে থাকুন, আর আপনার মতামত দিন।
advertisement
3/8
লাল গোলাপ সাধারণত প্রেম নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে প্রেমের প্রতীক লাল গোলাপ । সেজন্য বহুল ব্যবহৃত হয় এই গোলাপ।
লাল গোলাপ সাধারণত প্রেম নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে প্রেমের প্রতীক লাল গোলাপ । সেজন্য বহুল ব্যবহৃত হয় এই গোলাপ।
advertisement
4/8
রোজ ডে-র দিন এই লাল গোলাপ খুবই অপরিহার্য। সেজন্য এই গোলাপের দামে একটু বেশি থাকে আজ। তবে মনের মানুষের জন্য রোজ ডে-র দিন বেশি দামে লাল গোলাপ কিনলেও ক্ষতি নেই।
রোজ ডে-র দিন এই লাল গোলাপ খুবই অপরিহার্য। সেজন্য এই গোলাপের দামে একটু বেশি থাকে আজ। তবে মনের মানুষের জন্য রোজ ডে-র দিন বেশি দামে লাল গোলাপ কিনলেও ক্ষতি নেই।
advertisement
5/8
সাদা গোলাপ সাধারণত সকলকেই দেওয়া যায়। নতুন জীবন শুরুর জন্য এই গোলাপ ব্যবহার করা হয়। কাউকে মিস করলে আপনি পাঠাতে পারেন এই সাদা গোলাপ।
সাদা গোলাপ সাধারণত সকলকেই দেওয়া যায়। নতুন জীবন শুরুর জন্য এই গোলাপ ব্যবহার করা হয়। কাউকে মিস করলে আপনি পাঠাতে পারেন এই সাদা গোলাপ।
advertisement
6/8
হলুদ গোলাপ জীবনের মূল্যবান সম্পর্কের প্রতীক, বন্ধুত্বের প্রতীক। সেজন্য হলুদ গোলাপ পাঠিয়ে প্রিয়জনকে আপনার জীবনে তার গুরুত্ব বোঝাতে পারেন।
হলুদ গোলাপ জীবনের মূল্যবান সম্পর্কের প্রতীক, বন্ধুত্বের প্রতীক। সেজন্য হলুদ গোলাপ পাঠিয়ে প্রিয়জনকে আপনার জীবনে তার গুরুত্ব বোঝাতে পারেন।
advertisement
7/8
গোলাপী রঙের গোলাপ দিন‌যদি আপনি করো তারিফ করতে চান। বস হোক বা কলিগ, কিংবা আপনারঅধীনস্থ কেউ কাজের বাহবা দিতে গেলে উপহার দিন গোলাপী গোলাপ
গোলাপী রঙের গোলাপ দিন‌যদি আপনি করো তারিফ করতে চান। বস হোক বা কলিগ, কিংবা আপনারঅধীনস্থ কেউ কাজের বাহবা দিতে গেলে উপহার দিন গোলাপী গোলাপ
advertisement
8/8
তাহলে আপনি আপনার পছন্দের গোলাপ বেছে উপহার দিন আপনার কাছের মানুষকে। আর এরকম খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। Input- Nawab Mullick
তাহলে আপনি আপনার পছন্দের গোলাপ বেছে উপহার দিন আপনার কাছের মানুষকে। আর এরকম খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। Input- Nawab Mullick
advertisement
advertisement
advertisement