চলতি মাসের ২৮ তারিখ রাতে মরিয়ামকে বেধড়ক মারধর করে স্বামী। এই ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন ওই বধূ। তার পর পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য তাঁকে নিয়ে যান হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসাকরা তাঁকে কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করেন।
সেখানে চিকিৎসা করানোর পর বধূকে বাড়িতে নিয়ে আসেন বাড়ির সদস্যরা। এ দিন সন্ধ্যায় ওই গৃহবধুর আবারও শারীরিক অবস্থা অবনতি হলে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বে উত্তপ্ত নরেন্দ্রপুর, শতাধিক বহিরাগতের হামলা!
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু
ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।
জুলফিকার মোল্যা