North 24 Parganas News: গাড়ির ধাক্কায় নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANUP CHAKRABORTY
Last Updated:
ইকোপার্কের ২ নম্বর গেটের কাছে পিছন থেকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে এসে ওই বাইকে ধাক্কা মেরে চলে যায়। গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন স্বাগতা।
নিউটাউন: পথ দুর্ঘটনায় নিউটাউনে তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যু। স্বাগতা ঘোষ (২৩) নামে ওই তরুণী অফিস ছুটি হওয়ার পর বন্ধুর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি প্রাইভেট কার এসে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।
ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নিউটাউনের একটি নামকরা তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন ওই তরুণী। মৃত স্বাগতা ঘোষের বাড়ি বারাসতে। সেখান থেকেই রোজ যাতায়াত করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অফিস ছুটির পর বন্ধুর বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় ইকোপার্কের ২ নম্বর গেটের কাছে পিছন থেকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে এসে ওই বাইকে ধাক্কা মেরে চলে যায়। গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন স্বাগতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্বাগতার যে বন্ধু বাইক চালাচ্ছিলেন তিনিও আহত হন। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে এই ছুটে আসে পুলিশ। তারা ঘাতক গাড়িটি আটক করেছে। গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় ওই তরুণীর মাথায় চোট লেগেছিল। তাতেই তাঁর মৃত্যু হয়।
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 3:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গাড়ির ধাক্কায় নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু