South 24 Parganas News: বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বে উত্তপ্ত নরেন্দ্রপুর, শতাধিক বহিরাগতের হামলা!
- Reported by:ARPAN MONDAL
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাইক ও অটোতে করে শতাধিক যুবক এসে এলাকার ১৫-১৬টি বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালায়। ওই বাড়িগুলোর মহিলা সদস্যদের ব্যাপক মারধরও করে তারা।
দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি ভাড়া বাকি থাকাকে কেন্দ্র করে বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব। আর তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুরে। মারধর, ভাঙচুর কিছুই বাকি থাকেনি। ভাড়াটিয়াদের অভিযোগ, বাড়িওয়ালা দুষ্কৄতী পাঠিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। নরেন্দ্রপুরের উত্তর গড়াগাছা এলাকার ঘটনা। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে ভাড়াটিয়ারা। বাড়িওয়ালার পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া দেয় না ভাড়াটিয়ারা। উল্টে বাড়ি সারাই করতে যাওয়া নির্মাণ শ্রমিকদের উপর হামলা করেছে তারা।
স্থানীয় সূত্রে খবর, বাইক ও অটোতে করে শতাধিক যুবক এসে এলাকার ১৫-১৬টি বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালায়। ওই বাড়িগুলোর মহিলা সদস্যদের ব্যাপক মারধরও করে তারা। বহিরাগতরা কলকাতা পুরসভার১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ভাড়াটিয়াদের অভিযোগ, গোটা ঘটনার পিছনে আছে বাড়িওয়ালা। এই বিষয়ে তাঁরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশকে বারবার জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে ভাড়াটিয়াদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ এনেছে স্থানীয় বাসিন্দারাও৷
advertisement
advertisement
ওই ভাড়াটিয়াদের দাবি, তাঁরা ৩৫ বছরের বেশি সময় ধরে তারা ওই জায়গায় বসবাস করছেন৷ হঠাৎ কিছু লোক এসে তাঁদের ভয় দেখিয়ে উঠে যেতে বলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা আদালতের দারস্থ হয়েছেন। তারপরই এই হামলা বলে অভিযোগ। বহিরাগত যুবকদের হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও তারা অনেক দেরি করে এসেছে বলে অভিযোগ উঠেছে।
advertisement
এদিকে নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাড়িওয়ালার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে না। এদিন সকালে বাড়িওয়ালার কিছু শ্রমিক বাড়ি সারাতে গেলে ভাড়াটিয়ারা তাদের ওপর হামলা চালায়। তখন থেকেই ঘটনার সূত্রপাত। এরপর দুই পক্ষই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে পরস্পরের বিরুদ্ধে।
অর্পন মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বে উত্তপ্ত নরেন্দ্রপুর, শতাধিক বহিরাগতের হামলা!










