বাইরে থেকে কোন শিল্পী এনে বা চড়া বাজেটের কোন প্যান্ডেল নয়। নিতান্তই সাদামাটা এলাকার কচিকাঁচারা মিলেই ফুটিয়ে তুলেছে এপিএ ক্লাব চারের পল্লী জনমঙ্গল মাঠের কালীপুজো। এবছর কালী পূজায় অশোকনগরের বাসিন্দাদের তাক লাগিয়ে দিচ্ছে খুদে এখানকার শিল্পী রাই। জানতে ইচ্ছা করছে কি বিষয়ের উপর থিম বানিয়েছেন কচিকাচারা! এবছর তাদের চিন্তা ভাবনায় ফুটে উঠেছে তারাপীঠের মহাশ্মশান।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর থিমে সমাজ থেকে বৃদ্ধাশ্রম মুছে যাওয়ার বার্তা
যে শ্মশানে ঢুকতে গা ছমছম করে, ভয়ে এড়িয়েও জান অনেকেই। ঠিক তেমনি পরিবেশ গড়ে তোলা হয়েছে এখানে। আর সবটাই করেছে এলাকার কচিকাঁচারাই। শ্মশানে ঢুকে প্রেতাত্মার দেখাও পাওয়া যাচ্ছে এখানে। তবে প্রেতাত্মাও এলাকাবাসী। কচিকাচাদের মধ্যেই, নিজেরা সেজে গুজে অভিনয় করছেন মন্ডপে। মাইক ব্যবহার করে নিজেরাই ফুটিয়ে তুলছে বিভিন্ন বিদঘুটে আওয়াজ। যা শুনে মনে হবে এই বুঝি ঘার মটকে দিল আপনার। যদিও বা ভয়ে অনেকেই পুরো মন্ডপ দর্শন না করেই বেরিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ বারাসতের কালী পুজোয় জন-সুনামি! বন্ধ যান চলাচল! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই! ভয়াবহ
আর এর মধ্যেই যেন সার্থকতা লাভ করছে কচিকাঁচাদের এই প্রচেষ্টা। দুর্যোগের কারণে কালীপুজোর দিন ভিড় না হলেও, দুর্যোগ কেটে গেলেই ভিড় হতে থাকে মন্ডপে। কচিকাচাদের তৈরি থেমে এত দর্শনার্থীদের সমাগম দেখে রীতিমতোই আনন্দিত এলাকা বাসীরা। কচিকাঁচারাই জানালেন, পরবর্তীতে আরো নানান বিষয়ের ওপর থিম করে অশোকনগরবাসি সহ জেলার মানুষকে চমকে দেবেন তারা।
Rudra Narayan Roy