North 24 Parganas News: বারাসতের কালী পুজোয় জন-সুনামি! বন্ধ যান চলাচল! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই! ভয়াবহ

Last Updated:

North 24 Parganas News: রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী! বন্ধ যান চলাচল! পায়ে হাঁটার জায়গাও নেই! ভিড় নাকি মানুষের সুনামি! ভিডিও চমকে দেবে!

+
title=

#উত্তর ২৪ পরগনা: জেলা সদর শহর বারাসতের এ বছর কালীপুজোয় রেকর্ড সংখ্যক ভিড়। দুর্যোগের কারণে কালীপুজোর রাতে তেমন ভিড় না হলেও, মঙ্গলবার রাতে জন প্লাবন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল প্রশাসনকে। ফলে স্তব্ধ হয়ে গেল জেলার বুক চিরে যাওয়া দুই জাতীয় সড়কও। ভিড়ে নাকানি চুবানি খেতে হল নিত্য যাত্রীদের।
বারাসত স্টেশনের রেলওভার ব্রিজ ভিড়ের চাপে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় ৪৫ মিনিট। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। বারাসতের কালীপুজো প্যান্ডেল গুলিতে ও এদিন ভিড় ছিল প্রচুর সংখ্যক মানুষের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগুয়ান সংঘের সুউচ্চ কালী প্রতিমা সহ মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কাল মণ্ডপ খুলে দেওয়ার পরই ভিড় লক্ষ্য করা যায় এই প্যান্ডেলেও। রাত জেগে চলে ঠাকুর দেখার পালা। জেলার পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন বারাসতের কালীপুজো দেখতে। ভিড়ের চাপে হাসপাতালে পৌঁছানোর জন্য রাস্তায় রোগী সহ অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে যেতে দেখা যায়।
advertisement
advertisement
এবার বারাসতের কালিপুজোর অন্যতম আকর্ষণ মা আসছে লিফটে করে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মঙ্গলবার বিকেল থেকে জনসমুদ্র বারাসতের সন্ধানী ক্লাবের লিফটের কালী দেখতে। বিশাল পাহাড়ের বুক চিরে মা কালী ১৪ ফুট চওড়া লিফটে করে নীচে নেমে আসছে দর্শনার্থীদের দর্শন দিতে। সেই মা কালীর একবার দর্শন পেতে মানুষ উপচে পড়েছে দর্শনার্থীরা। পুজোর দিন প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা দর্শনার্থীদের ভিড় কম হলেও, প্রাকৃতিক দুর্যোগ কাটতেই বারাসতের সন্ধানী ক্লাবে নেমে আসে মানুষের সুনামি।
advertisement
বারাসত নবপল্লী সার্বজনীনের এবারের কালীপুজোর থিম কেদারনাথ দর্শন করতেও মানুষের জনজোয়ার। বারাসতে বড় পুজোগুলির মধ্যে অন্যতম এটি। একাধিক নজরকাড়া থিমের পুজোর মধ্যে দর্শনার্থীদের লিস্টে কেদারনাথ অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও, অভিযোগ প্রশাসনের অতিরিক্ত তৎপরতায় ভালভাবে মণ্ডপ দর্শন করতে পারছে না দর্শনার্থীরা। মণ্ডপের ভিতরে প্রবেশ করে কয়েক সেকেন্ডও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ভিড় সামাল দিতে পুলিশের এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ দূর-দূরান্ত থেকে আসা অগণিত দর্শনার্থীরা। প্রশ্ন উঠছে যেখানে আগে থেকে এত পরিকল্পনা করা হল, সেখানে অতিরিক্ত ভিড়-ই কি সব ভেস্তে দিল!
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বারাসতের কালী পুজোয় জন-সুনামি! বন্ধ যান চলাচল! অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই! ভয়াবহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement