হিডকো সূত্রে খবর, প্রক্রিয়াগুলো শেষ হয়ে যাওয়ার পর খুব শীঘ্রই বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যেই মাটি পরীক্ষা করা হয়েছে। বহুতল পার্কিং লট তৈরির জন্য বছর দেড়েকের সময়সীমা স্থির করা হয়েছে। তবে শুধু চার চাকা নয়, এখানে দু চাকা, তিন চাকার পাশাপাশি বাস পার্কিং-এর সুবিধাও থাকছে।
আরও পড়ুন- সমস্যা নেই জল সরবরাহে, তবু কেন নলকূপের জলই ভরসা এলাকাবাসীর?
advertisement
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানান, ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সহযোগী হিসাবে একটি বহুতল কার পার্কিং বানাবে হিডকো। সেটার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটির নির্মাণ কাজ শুরু হবে।' হিডকোর আরও এক আধিকারিক বলেন, মূলত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের কথা ভেবে এই বহুতল কার পার্কিং তৈরি করার কথা ভাবা হয়েছে।
আরও পড়ুন- এ কেমন শ্মশান! লোকচক্ষুর সামনেই চলে দাহকার্য!
নিউটাউনের নারকেল বাগানের কাছে ক্যানেল ব্যাঙ্ক রোডে, ডিজি ব্লকে দশ তলা বিল্ডিং-এর বিশ্বমানের কনভেনশন সেন্টার রয়েছে। তাছাড়া, সম্প্রতি হস্তশিল্প মেলা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছিল নিউটাউনে। গাড়ি পার্কিং-এর জন্য প্রয়োজনীয় জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। বেশ কিছু গাড়ি বিশ্ব বাংলার সরণির একটি লেনে পার্ক করা হয়ে, যার জেরে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্যই মাল্টি লেভেল কার পার্কিং বা বহুতল কার পার্কিং তৈরি করা হবে।
সূত্রের খবর, গাড়ি পার্কিং-এর জন্য আটতলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করা হবে। প্রতিটি তলে ১৮৯ টি করে চার চাকা গাড়ি পার্ক করা সম্ভব। সবমিলিয়ে মোট প্রায় ১,৫১২ টি চার চাকার গাড়ি পার্ক করা যাবে এই বহুতলে। এছাড়াও আশ্চর্যের বিষয় হলো, ৩৮ টি বাস পার্ক করা যাবে এই অত্যাধুনিক পার্কিংলটে। তবে শুধু গাড়ি পার্কিং নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া, রেস্ট রুম, শৌচালয়ের ব্যবস্থার ভাবনা চিন্তাও করা হচ্ছে। ওই বহুতল কার পার্কিং থেকে কনভেনশন সেন্টারে যাতায়াতের জন্য বিশ্ব বাংলা সরণির পাশে বাগজোলা খালের ওপর একটি নতুন ব্রিজও বানিয়েছে হিডকো।
Rudra Narayan Roy