জনবহুল ভ্যাবলা স্টেশনে বর্তমানে কয়েকশো হকার ব্যবসা করেন। কেউ ৫০ বছর ধরে ব্যবসা করছেন। আবার অনেকেই আছেন যারা শেষ ১০ বছর এখানে হকারি শুরু করেছেন। এই দোকানের ভরসাতেই তাঁদের সংসার চলে। ফলে রেলের উচ্ছেদ নোটিশ পেয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে এই ব্যবসায়ীদের। এই প্রসঙ্গে ভ্যাবলা রেল স্টেশনের ব্যবসায়ী রমেশ চ্যাটার্জি বলেন, "রেলের সুরক্ষা নিয়ে আমরা সব সময় কাজ করে চলেছি। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার সবরকম ব্যবস্থা করি আমরা। এমনকি চাঁদা তুলে নৈশ্যপ্রহরীর রাখা হয়েছে। এই অবস্থায় রেল বিষয়টা মানবিকভাবে দেখলে ভালো হয়। কারণ আমাদের তুলে দিলে কী করব, কীভাবে সংসার চলবে কিছুই জানি না।"
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে বিজ্ঞান চেতনা পৌঁছে দিতে সাইকেল র্যালি
রেলের এই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে আইএনটিটিইউসি-র বসিরহাটের সভাপতি কৌশিক দত্ত হকারদের সঙ্গে নিয়ে রেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তিনি জানান, হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না।
জুলফিকার মোল্লা