North 24 Parganas News: ঘরে ঘরে বিজ্ঞান চেতনা পৌঁছে দিতে সাইকেল র্যালি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
সমাজ থেকে কুসংস্কার দূর করে সবকিছু বিজ্ঞানের নিরিখে বিচার করার ব্যবস্থা গড়ে তুলতে সাইকেল র্যালি বিজ্ঞান মঞ্চের
উত্তর ২৪ পরগনা: বাড়ি বাড়ি বিজ্ঞানকে পৌঁছে দিতে সাইকেল র্যালি! স্বাধীনতার ৭৫ বছরেও দেশকে কুসংস্কার মুক্ত করা সম্ভব হয়নি। ফলে ব্যক্তিগত জীবন থেকে সমাজ জীবন সর্বত্রই নানান বিপর্যয় দেখা দিচ্ছে। আর তাই সাধারণ মানুষকে বিজ্ঞানমনস্ক করে তুলতে বর্ণাঢ্য সাইকেল র্যালি আয়োজন করল বিজ্ঞান মঞ্চ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অধীনস্থ ইছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বিজ্ঞান চেতনার বার্তা দেওয়া হয়। টাকি রামেশ্বরপুর বাজার এলাকায় এই র্যালি দেখা যায়। সকাল ৯ টায় বিজ্ঞান ও পরিবেশ কর্মীদের উপস্থিতিতে টাকি রাজবাড়ি ঘাট থেকে সাইকেল র্যালি শুরু হয়। বাঁশি বাজিয়ে ও সংগঠনের পতাকা নেড়ে সাইকেল র্যালির সূচনা করেন হেমনগর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মোহন মুখার্জি। প্রায় ১২ কিলোমিটার পথ সাইকেল নিয়ে ছুটলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। যাত্রা পথে টাকি কলেজ মোড়, চৌরঙ্গী বাজার, হাসনাবাদ বাজার, পার হাসনবাদ কালীবাড়ি ও রামেশ্বরপুর বাজারে বিজ্ঞান সচেতনতার বার্তা দেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা।
advertisement
আরও পড়ুন: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হবে ছৌ শিল্পী!
advertisement
ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার বলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ সমাজকে কুসংস্কারগ্রস্ত করে রাখতে চায়। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই তলিয়ে যাবে সুন্দরবন, ধ্বংস হয়ে যাবে কলকাতা। তাই সমাজ চেতনার পাশাপাশি কুসংস্কার আচ্ছন্ন সমাজকে বিজ্ঞানের আলোয় ফেরানো বিজ্ঞান মঞ্চের লক্ষ্য।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 9:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘরে ঘরে বিজ্ঞান চেতনা পৌঁছে দিতে সাইকেল র্যালি