South 24 Parganas News: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হবে ছৌ শিল্পী!

Last Updated:

পুরুলিয়ার ছৌ, এবার দক্ষিণ ২৪ পরগনাতেও। মানভূমের ছৌ শিল্পীরা অন্যান্য জেলাতে গিয়েও পারফরম্যান্স করেন এটা জানা কথা। কিন্তু এবার শুধু পারফরম্যান্স নয়, পুরুলিয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও গড়ে উঠবে ছৌ শিল্পী!

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুদূর পুরুলিয়া নয়, এবার ছৌ নাচের প্রশিক্ষণ দক্ষিণ ২৪ পরগনাতে। জয়নগরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ছৌ নাচ শেখানো হচ্ছে। লোক শিল্পের আঙিনায় মুখোশ নৃত্য হিসেবে প্রসিদ্ধ ছৌ নাচ। পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য ধারা হল এই ছৌ। দেব-দেবী, দৈত্যরাক্ষস এই ধরনের চরিত্রগুলির অনুরূপ মুখোশ তৈরি করে তার দ্বারা সজ্জিত হয়ে এই নাচ করা হয়। শুধুমাত্র মুখোশ পরে নাচলেই যে তা ছৌ হয়ে যায় তেমনটা নয়। এতে নির্দিষ্ট আঙ্গিকে যথেষ্ট শারীরিক কসরতের প্রয়োজন পড়ে। পুরুলিয়া এই ছৌ নাচের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে নিজস্ব পরিচিতি তৈরি করেছে।
জয়নগরের ওই স্কুলে পড়াশোনার ফাঁকেই ছৌ নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষকের ভূমিকায় আছেন অনুপমবাবু। তিনি বলেন, ছৌ নাচ বলতে আমরা সবাই জানি পুরুলিয়া ও ময়ূরভঞ্জের কথা। ছৌ-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা স্কুলের বাচ্চাদের ছৌ নাচের প্রশিক্ষণ দিচ্ছি। তিনি আরও বলেন, "যা আসল, সেটাই আসল থাকবে। পুরুলিয়ার ছৌ নাচ পুরুলিয়াতেই থাকবে। আমরা শুধু চেষ্টা করছি ছৌ-কে আরও ছড়িয়ে দিতে।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা ছৌ-এর একটি পারফরম্যান্স সর্বসমক্ষে তুলে ধরেন। যা দেখে খুশি হয়েছে জয়নগরের মানুষ।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হবে ছৌ শিল্পী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement