হালিশহর কাকিনাড়া নৈহাটি ভাটপাড়া বিভিন্ন অঞ্চল ধরে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বোমা আগ্নেয়াস্ত্র। প্রশাসনের তরফ থেকে মাঝে মাঝে তল্লাশি অভিযান চালালেও ফের বোমা উদ্ধার হল হালিশহরে। কয়েকদিন আগেও হালিশহরে পরপর ৩০ তাজা বোমা উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন: প্রকৃতি পাঠের শিক্ষা বাঁকুড়ায়! পুঁথিগত বিদ্যার বেড়াজাল ভাঙল ছাত্রীরা
মানুষের পাশে দাঁড়াতে ব্যারাকপুর কমিশনারেট অনেকগুলো নতুন থানা তৈরি করেছে কিন্তু তাতেও কোন সুফল পাওয়া যায়নি । কিছুদিন আগে তৈরি হয় হালিশহর থানা আর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই পাওয়া গেল বোমা।
advertisement
আরও পড়ুন: দাতাবাবার মেলায় ভিক্ষুকদের ভিড়! এক-একজনের আয় শুনলে চমকে যেতে পারেন
পুলিশ বোমা দুটি নিষ্ক্রিয় করে ঠিকই কিন্তু এলাকার মানুষের ভয় এখনও কাটেনি। এলাকার মানুষের দাবি, বাইরের দুষ্কৃতীরা স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মিশেই এখানে বোমা গুলি মজুদ করার প্রচেষ্টা চালায়।
অরুণ ঘোষ