হোম /খবর /বাঁকুড়া /
প্রকৃতি পাঠের শিক্ষা বাঁকুড়ায়! পুঁথিগত বিদ্যার বেড়াজাল ভাঙল ছাত্রীরা

Bankura News: প্রকৃতি পাঠের শিক্ষা বাঁকুড়ায়! পুঁথিগত বিদ্যার বেড়াজাল ভাঙল ছাত্রীরা

X
title=

পুঁথিগত বিদ্যার বেড়াজাল ভেঙে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা প্রকৃতি পাঠের চতুর্থ দিনে "রক ক্লাইম্বিং" প্রশিক্ষণ নিল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বাঁকুড়া:  স্নান করে ভাত খেয়ে ছোটবেলা থেকে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করার অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। স্কুলের শিক্ষকদের কাছে কানমোলা থেকে বন্ধু-বান্ধবদের সঙ্গে দুষ্টুমি করা এই সবকিছুই আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার এক অমূল্য রসদ। কিন্তু বর্তমানের শিক্ষা অনেকটাই পুঁথিগত বিদ্যা কেন্দ্রিক।

    সেই পুঁথিগত বিদ্যার বেড়াজাল ভেঙে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা প্রকৃতি পাঠের চতুর্থ দিনে "রক ক্লাইম্বিং" প্রশিক্ষণ নিল। পাহাড়ে চড়ার রীতিনীতি এবং তার সঙ্গে কীভাবে আপাতকালীন পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে সেই সবই শিখল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা।

    আরও পড়ুন: দাতাবাবার মেলায় ভিক্ষুকদের ভিড়! এক-একজনের আয় শুনলে চমকে যেতে পারেন

    বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ব্যবস্থাপনায় এবং বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমীর সহযোগিতায় বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে নেচার স্টাডি ও অ্যাডভেঞ্চার রিলেটেড অ্যাক্টিভিটি শেখানো হল প্রাইমারি স্কুলের ছাত্রীদের। রক ক্লাইম্বিং এর মত ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও ছাত্রীদের এগিয়ে রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণাঞ্জন লাই।

    পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে এসে অ্যাক্টিভিটি বেসড লার্নিং শিশুদের মনে খুব সহজেই দাগ কাটতে পারে। চঞ্চল শিশু মনে খেলার ছলে শিক্ষার প্রভাব অত্যন্ত গভীর। সেই কারণেই বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের এই উদ্যোগ। ঘরের গণ্ডি থেকে বের করে ছাত্রীদের মাঠে নিয়ে এসে প্রকৃতির মাঝে এই অ্যাডভেঞ্চার রিলেটেড লার্নিং মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল বাঁকুড়ার এই বিদ্যালয়।

    এই পুরও বিষয়টিতে বিশেষ সহযোগিতা করেছে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি। এই ক্যাম্পে কিভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং তার সাথে পাহাড়ে চড়ার রীতিনীতি দুই শেখানো হয়ে থাকে। আত্মনির্ভরতার এই অভিযানে দুই দিনে মোট ১৫০ জন ছাত্রী যোগদান করে , এমনটাই জানিয়েছেন বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি সেক্রেটারি মিলন পতি।

    আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় রুখতে উদ্যোগ! আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের

    আজকাল কম্পিটিশনের যুগ আর এই কম্পিটিশনের যুগে কচিকাঁচারা ছোট থেকেই এক দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এই ইঁদুর দৌড়ে ভালো ফল করার জন্য প্রকৃতির থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে তারা। তাদের ছেলেবেলা গুলি এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে এই দৌড় প্রতিযোগিতার জন্য। খোলা আকাশের নিচে বুক ভরা নিঃশ্বাস নিয়ে তাদের শিশু মন বিকাশ পাচ্ছে না বর্তমান সমাজে। এই গণ্ডি ভেঙে দিয়ে স্কুলের ছাত্রীদেরকে মাঠে নিয়ে এসে প্রকৃতি পাঠের দৃষ্টান্ত স্থাপন করল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল।

    নিলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

    First published:

    Tags: Bankura