Birbhum news: দাতাবাবার মেলায় ভিক্ষুকদের ভিড়! এক-একজনের আয় শুনলে চমকে যেতে পারেন

Last Updated:

Birbhum news: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাতাবাবার মাজারের সামনে এবং মাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় শ'তিনেক ভিক্ষাজীবী মানুষ থাকেন। তাঁরা এই জেলার বাসিন্দা।

+
মিলবে

মিলবে বেশি ভিক্ষা মেলায় হাজির হাজার দেড়েক ভিক্ষুক

বীরভূম: শুক্রবার থেকে শুরু হচ্ছে পাথরচাপুড়ির দাতাবাবার মেলা৷ সেই উপলক্ষে মেলার জোর প্রস্তুতি চলছে সিউড়ি ১ ব্লকের পাথর চাপুড়ি এলাকায়। পাশাপাশি কিছু রোজগারের আশায় ভিন জেলা তথা ভিন রাজ্য থেকে এসে হাজির হয়েছেন অসংখ্য ভিক্ষুক। এবছর ভিড় বেশী হবে তাই রোজগারও কিছুটা বাড়বে এমনই আশা করছেন তাঁরা।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে মেলা হয়নি। ২০২১ সালে মেলা হলেও তা অন্যান্য বারের তুলনায় ছোট করে হয়। পুণ্যার্থীদের আনাগোনাও ছিল অনেক কম৷ ফলে আশানুরূপ রোজগার হয় নি। কিন্তু করোনা আশঙ্কা কাটিয়ে এ বছর স্বমহিমায় ফিরছে মেলা। তার জন্য গত বছরের মতো এবছরও ভাল টাকা আয় হবে বলে তাঁদের আশা। মিলবে খাবার সামগ্রীও।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাতাবাবার মাজারের সামনে এবং মাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় শ'তিনেক ভিক্ষাজীবী মানুষ থাকেন। তাঁরা এই জেলার বাসিন্দা। কিন্তু পাথরচাপুড়ি মেলা উপলক্ষে প্রতি বছর প্রায় হাজার দেড়েক ভিক্ষুক ভিন জেলা - ভিন রাজ্য থেকে ওখানে এসে উপস্থিত হন। তাঁরা মূলত মেলার শুরু হওয়ার দিন কয়েক আগেই ওই এলাকায় এসে হাজির হন।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, তাঁরা ওই এলাকায় তাঁবু খাটিয়ে বসবাস করেন। এই বছরও মেলা উপলক্ষে অনেক ভিক্ষুক এসে উপস্থিত হয়েছেন। স্থানীয় ভিক্ষুকদের থেকে জানা গিয়েছে, বাইরে জেলা বা রাজ্য থেকে যে সমস্ত ভিক্ষুকরা আসেন, তাঁরা মেলা শেষে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
advertisement
শুভজিৎ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: দাতাবাবার মেলায় ভিক্ষুকদের ভিড়! এক-একজনের আয় শুনলে চমকে যেতে পারেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement