Murshidabad News: গ্রামের মাঠে বোমা বাঁধার কাজ চলছিল, পুলিশ এসে বিপদ থেকে বাঁচায়

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হওয়ার ঘটনা বাড়ছে। এবার রানিনগরের ডেপুটিপাড়া গ্রাম থেকে উদ্ধার হল বোমা ও বোমা তৈরির মশলা।

+
title=

মুর্শিদাবাদ: মাঠের মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে গ্রামে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেশ কিছু তাজা বোমা ও মশলা সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম। রানিনগরের ঘটনা। বিপুল পরিমাণ বোমা ও বোমার মশলা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হওয়ার ঘটনা বাড়ছে। এবার রানিনগরের ডেপুটিপাড়া গ্রাম থেকে উদ্ধার হল বোমা ও বোমা তৈরির মশলা। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বোমা ও বোমার মসলা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ।
advertisement
advertisement
গত বুধবার বহরমপুর থেকে উদ্ধার হয় তাজা বোমা। বহরমপুরের গোরাবাজার এলাকায় কুমার হস্টেলের কাছে গঙ্গার ধারে ৬ টি তাজা সকেট বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বোমাগুলি উদ্ধার করে। এই ঘটনায় এলাকার মিষ্টি ব্যবসায়ী বাচ্চু মণ্ডলকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে রানীনগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা ও বোমার মশলা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গ্রামের মাঠে বোমা বাঁধার কাজ চলছিল, পুলিশ এসে বিপদ থেকে বাঁচায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement