North 24 Parganas News: প্রাকৃতিক বিপর্যয় রুখতে উদ্যোগ! আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের

Last Updated:

গোয়েন্দা কুকুর, লাইভ জ্যাকেট, হেলমেট, দমকল নিয়ে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা যৌথ ভাবে মহড়া চালাল।  এদিন এই প্রতিনিধি দলে মোট ২৮৪ জন প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

+
title=

বসিরহাট: রোদ ঝলমলে আকাশ, আকাশ বেশ পরিষ্কার, ঝড় নেই ঝঞ্ঝা নেই, কিন্তু বাতাসে সাইরেনের শব্দ, পরনে লাইভ জ্যাকেট, হাতে মাইক নিয়ে বেরিয়ে পড়েছেন বিপর্যয় মোকাবিলার দল। এলাকার সাধারণ মানুষও ছুটেছেন সেদিকে। কিন্তু কেন এমন ঘটনা?
বর্ষার আগাম প্রস্তুতি নিয়ে ভূমিকম্প, সাইক্লোন প্রাকৃতিক বিপর্যয় রুখতে আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের। সুন্দরবনে গোয়েন্দা কুকুর, লাইভ জ্যাকেট, হেলমেট, দমকল নিয়ে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা যৌথ ভাবে মহড়া চালাল।
advertisement
বৃহস্পতিবার এই প্রতিনিধি দলে মোট ২৮৪ জন প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবন অঞ্চলের উপকূলবর্তী পাঁচটি ব্লক, মিনাখা, সন্দেশখালি-১, সন্দেশখালি ২,হাসনাবাদ , হিঙ্গলগঞ্জ ব্লকগুলি মূলত নদীবেষ্টিত এলাকা। যার চারিপাশে জাল বিন্যসের ন্যয় ছড়িয়ে আছে রায়মঙ্গল নদী, ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী বেতনি নদী। সম্প্রতিকালে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।
advertisement
যেকোনও বিপর্যয়ের সময় দ্রুত মানুষকে উদ্ধার করে সুনির্দিষ্ট নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে তার জন্য পুলিশ কুকুরকে কীভাবে কাজে লাগানো হবে তার মহড়া চলাল। একদিকে গুরুতর আহত হলে কিভাবে স্বাস্থ্য শিবিরে আনা হবে, অন্যদিকে নদীতে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে পাশাপাশি দ্রুত চিকিৎসা পরিষেবা কিভাবে দিতে হবে তার আগাম মহাড়া চলল সুন্দরবনের ব্লক গুলোতে।
advertisement
বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্নতার মুখে পড়েছে সুন্দরবনের মানুষ। প্রতিবছরে একই ছবি দেখা যায় উপকূলবর্তী এলাকা গুলোতে। এবার যাতে সেই পুনরাবৃত্তি না হয়, তার জন্য যৌথভাবে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল কিভাবে কাজ করবে তার আগাম প্রস্তুতি নিল।
advertisement
পাশাপাশি প্রান্তিক এলাকার মানুষকে সচেতন করল বিপর্যয় মোকাবিলা দল। এছাড়াও এদিন গ্রামে গ্রামে বিপর্যয় মোকাবিলা দল মাইকিং প্রচার করলো, যার মাধ্যমে বিপর্যয়ের সময় স্থানীয় পঞ্চায়েত ও বিডিও কিভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করবেন তার একটি চূড়ান্ত রূপরেখা তৈরি হলো এই মহড়ার মধ্য দিয়ে।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রাকৃতিক বিপর্যয় রুখতে উদ্যোগ! আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement