South Bengal Weather Update|| প্রকৃতিও যেন সিনেমা করছে, ডবল রোলে জীবন নাকাল মানুষের, আসছে মেগা পরিবর্তন
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: দ্বৈত চরিত্রের আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। যেখানে রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস সেখানে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়া: এ যেন সিনেমার ডবল রোল! আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। যেখানে রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস সেখানে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সকালবেলা থেকেই রোদ ঝলমলে আবহাওয়া বাঁকুড়ায়। রাতের এবং দিনে তাপমাত্রার এই ব্যবধানটা অনেকটা বড় আর সেই কারণেই আবহাওয়া পরিবর্তনের মুহূর্তে শরীর খারাপ হচ্ছে অনেকেরই।
advertisement
রাতের বেলা সিলিং ফ্যান না চালালে গরম লাগছে আবার সিলিং ফ্যান চালালে শীত অনুভূত হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই এই একই রকম আবহাওয়া চলছে। তবে আবহাওয়া দপ্তর থেকে পরিবর্তনের সুর শোনা যাচ্ছে ।আগামী রবিবার দুপুর দেড়টা নাগাদ বাঁকুড়ার আকাশ মেঘাচ্ছন্ন হবে বলেই পূর্বাভাস। তারপর পুরো সোমবার মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
advertisement
আজ সূর্য তাই হয়েছে পাঁচটা বেজে ৪১ মিনিটে। এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা ৫৪ মিনিটে। সূর্যাস্তের পর থেকেই উজ্জ্বল আকাশ। সূর্যের আলো ঠিকড়ে পড়ছে বাঁকুড়ার বুকে। সকাল সকাল এই রোদ ঝলমলে আবহাওয়া ভালো লাগলেও দিনের বেলা যত বেলা বাড়বে সূর্যের দাবদাহ ততই প্রখর হয়ে উঠবে। বিগত দুদিন বেলায় যথেষ্ট উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল।
advertisement
advertisement
প্রতিবছর গ্রীষ্মকালে কাঠফাটা গরম পরে বাঁকুড়া জেলায় এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও যথেষ্ট বেশি থাকে। এই বছর প্রথম দফায় বৃষ্টিপাত হয়ে গিয়ে রোদ ঠিকরে পড়ছে। আবার রবিবার থেকেই বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস। সূর্যের তাপ বাড়লে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি আর সেই কারণেই শুরু হতে পারে কালবৈশাখী। Input- Nilanjan Banerjee
