আর তারপর থেকেই, একের পর এক ফোন। রাতে ঘুমোতে গিয়ে, দুপুরে খাওয়ার সময়। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে গত দুদিনে। সকলেরই প্রশ্ন তিনিই কি সেই সুজন চক্রবর্তী! হাবরার মধ্যবিত্ত ঘরের ছেলে সুজন চক্রবর্তী রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন ফোনের জবাব দিতে দিতে। কিভাবে তার এই ফোন নম্বর ভাইরাল হল তাও বুঝে উঠতে পারছেন না তিনি। টেট কাণ্ড এভাবে তার নাম জড়িয়ে পড়ায় রীতিমতো আতঙ্কিত পরিবারের সদস্যরাও। ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকেও পেয়েছেন ফোন।
advertisement
আরও পড়ুনঃ রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন গ্রামের ছেলে!
সাংবাদিকদের আনাগোনাও লেগে রয়েছে বাড়ির চারপাশে। নাম বিভ্রাটে অতিষ্ঠ হাবরার সুজন চক্রবর্তী তাই এখন সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন কাতর আবেদন নিয়ে। ২০১৪ সালের টেট পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় পাসও করেছেন। বর্তমানে তিনি একটি স্কুলে শিক্ষাকতা করছেন। নামের মিল থাকলেও, তিনি সিপিএম নেতা সুজন চক্রবর্তী নন। নাম বিভ্রাটে সমস্যায় পরা হাবরার সুজন চক্রবর্তী সহ তার গোটা পরিবার এখন কি করবেন তা বুঝে উঠতে পারছেন না।
Rudra Narayan Roy