TRENDING:

North 24 Parganas News: থানার সামনেই জমে থাকে জল, দরবার করেও মিলছে না সমাধান 

Last Updated:

এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। তবে খোদ প্রশাসনিক দপ্তরের সামনে জমে থাকছে জল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। তবে খোদ প্রশাসনিক দপ্তরের সামনে জমে থাকছে জল! প্রতিদিন বহু মানুষ হাবরা থানায় আসতে গিয়ে এভাবেই জল যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন। উত্তর ২৪ পরগনা জেলার গুরুত্বপূর্ণ শহর হাবরা। লক্ষাদিক মানুষের বসবাস এই এলাকায়। তবে জল যন্ত্রণার ছবি প্রতিবছরই দেখা যায় হাবরা শহর জুড়ে।
advertisement

বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই জমে যায় জল। কোথাও হাঁটু জল তো কোথাও কোমর সমান জল। কয়েক বছর আগে এই জমা জলে পড়েই মৃত্যু হয়েছিল এক শিশুরও। পরবর্তী সময়ে প্রশাসনিক স্তরে নানা উদ্যোগ নেওয়া হলেও ছবিটা তেমনভাবে বদলায়নি বলেই স্থানীয় মানুষদের দাবি। যশোর রোড সংলগ্ন হাবরা থানার সামনে বৃষ্টি হলেই জমে যায় জল। হাবরা থানায় প্রবেশের পথে পাট ডুবে যাওয়া জলে নিত্যদিন সমস্যায় পড়তে হয় থানায় আসা সাধারণ মানুষদের। বৃষ্টি শেষ হয়ে গেলেও সেই জমা জল থেকে যায় দীর্ঘদিন।

advertisement

আরও পড়ুনঃ ঐতিহ্যের দর্শন থেকে বঞ্চিত পর্যটকরা! সমস্যায় স্থানীয় ব্যবসায়ীরাও

সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন যেখানে প্রশাসনিক ভবনের সামনেই জমা জলের সমস্যা, সেখানে অন্যান্য এলাকার কি অবস্থা হয় তা বলাই যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীদল গুলিও। থানার সামনে জমা জলের এই সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ আধিকারিকদেরও। কিন্তু প্রশাসনিক চাপে তা জানিও কোন সমাধান মিলছে না বলে হাবরা থানা সুত্রে খবর। বিষয়টি নিয়ে পুরসভার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানানো হয় বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলা এই জমা জলের সমস্যা, আদেও কি মিটবে? এখন সেই প্রশ্নই করছেন হাবরা বাসীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: থানার সামনেই জমে থাকে জল, দরবার করেও মিলছে না সমাধান 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল