সীমান্ত এলাকার বাসিন্দা মিসাইল ম্যান অভিষেক সরকার। তার তৈরি নতুন মডেলের নাম 'এয়ার শক'। সাধারণ গ্লাভসের মত দেখতে হলেও এর ক্ষমতা অনেকটাই বলে দাবি আবিষ্কর্তার। ওজনে হালকা হলেও এই গ্লাভস ধরাশায়ী করে দিতে পারে তাবর দুষ্কৃতীদেরও। এই গ্লাভসের মাধ্যমে ২৫০০ ভোল্টের বিদ্যুৎ ঝটকা দেওয়া সম্ভব। অভিষেক সরকার যদিও এই মডেলটি তৈরি করেছেন সীমান্তে বিএসএফ, আর্মি, মহিলাদের সুরক্ষার কাজে ব্যবহারের জন্য।
advertisement
আরও পড়ুন : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল
তিনি জানান, অনেক সময় দেখা যায় কোনও দুষ্কৃতীদের ধরলে, সেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে থাকেন। তখনই এই এয়ার শক গ্লাভস কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি কোথাও কোনও মহিলা একা ঘুরতে গেলে যে কোন সমস্যায় পড়তে পারেন। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও এই গ্লাভস ব্যবহারের বিশেষ সুবিধা রয়েছে বলেও মনে করেন অভিষেক।
আরও পড়ুন : ১ কেজি পেঁয়াজ ৮-৯ টাকা! কোথায় এই জলের দর, জেনে নিন
বিশেষ পদ্ধতিতে তৈরি এই গ্লাভস পড়ে থাকলেও নিজের শরীরে বিদ্যুতের কোন প্রভাব পড়বে না। কিন্তু অন্য কাউকে স্পর্শ করলেই বিদ্যুতের ঝটকায় অচৈতন্য হয়ে পড়তে পারে সে । তবে বেশি সময় ধরে এই গ্লাভস স্পর্শ করে থাকলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। অভিষেক আশা করেন তার তৈরি এই মডেল দেশের কাজে লাগবে, সীমান্তে থাকা জওয়ানরা অনেকটাই শক্তিশালী হবে এই গ্লাভস ব্যবহার করলে। পাশাপাশি তিনি চান, সরকারিভাবে তাকে সহযোগিতা করলে দেশের কাজে এমন অনেক মডেলই তিনি তৈরি করতে পারেন। আর দেশের জন্য কিছু করতে পারলেই তবে তার এই প্রচেষ্টা সার্থক হবে। আগামীতেও আরও এ ধরনের সুরক্ষা সংক্রান্ত নানা জিনিসের মডেল তৈরি করতে চান অভিষেক।