TRENDING:

North 24 Parganas News: নারী সুরক্ষায় অভিনব রক্ষাকবচ, হাতের ছোঁয়ায় পরাস্ত হবে হামলাকারী

Last Updated:

North 24 Parganas News: নারী সুরক্ষায় অভিনব রক্ষাকবচ, হাতের ছোঁয়ায় পরাস্ত হবে হামলাকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: আমরা তুলে ধরেছিলাম বনগাঁর সীমান্ত এলাকার মিসাইল ম্যানের কথা, আবারও তাঁর এক অভিনব আবিষ্কার সারা ফেলে দিয়েছে গোটা এলাকায়। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে জওয়ান, আর্মি, বিএসএফ-এর ব্যবহারের পাশাপাশি দেশের মহিলাদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে অভিনব এক হ্যান্ড গ্লাভস।
advertisement

সীমান্ত এলাকার বাসিন্দা মিসাইল ম্যান অভিষেক সরকার। তার তৈরি নতুন মডেলের নাম 'এয়ার শক'। সাধারণ গ্লাভসের মত দেখতে হলেও এর ক্ষমতা অনেকটাই বলে দাবি আবিষ্কর্তার। ওজনে হালকা হলেও এই গ্লাভস ধরাশায়ী করে দিতে পারে তাবর দুষ্কৃতীদেরও। এই গ্লাভসের মাধ্যমে ২৫০০ ভোল্টের বিদ্যুৎ ঝটকা দেওয়া সম্ভব। অভিষেক সরকার যদিও এই মডেলটি তৈরি করেছেন সীমান্তে বিএসএফ, আর্মি, মহিলাদের সুরক্ষার কাজে ব্যবহারের জন্য।

advertisement

আরও পড়ুন :  মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল

তিনি জানান, অনেক সময় দেখা যায় কোনও দুষ্কৃতীদের ধরলে, সেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে থাকেন। তখনই এই এয়ার শক গ্লাভস কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি কোথাও কোনও মহিলা একা ঘুরতে গেলে যে কোন সমস্যায় পড়তে পারেন। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও এই গ্লাভস ব্যবহারের বিশেষ সুবিধা রয়েছে বলেও মনে করেন অভিষেক।

advertisement

View More

আরও পড়ুন :  ১ কেজি পেঁয়াজ ৮-৯ টাকা! কোথায় এই জলের দর, জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশেষ পদ্ধতিতে তৈরি এই গ্লাভস পড়ে থাকলেও নিজের শরীরে বিদ্যুতের কোন প্রভাব পড়বে না। কিন্তু অন্য কাউকে স্পর্শ করলেই বিদ্যুতের ঝটকায় অচৈতন্য হয়ে পড়তে পারে সে । তবে বেশি সময় ধরে এই গ্লাভস স্পর্শ করে থাকলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। অভিষেক আশা করেন তার তৈরি এই মডেল দেশের কাজে লাগবে, সীমান্তে থাকা জওয়ানরা অনেকটাই শক্তিশালী হবে এই গ্লাভস ব্যবহার করলে। পাশাপাশি তিনি চান, সরকারিভাবে তাকে সহযোগিতা করলে দেশের কাজে এমন অনেক মডেলই তিনি তৈরি করতে পারেন। আর দেশের জন্য কিছু করতে পারলেই তবে তার এই প্রচেষ্টা সার্থক হবে। আগামীতেও আরও এ ধরনের সুরক্ষা সংক্রান্ত নানা জিনিসের মডেল তৈরি করতে চান অভিষেক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নারী সুরক্ষায় অভিনব রক্ষাকবচ, হাতের ছোঁয়ায় পরাস্ত হবে হামলাকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল