West Burdwan News : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Burdwan News : এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের এলআইসি মোড় এলাকায়
নয়ন ঘোষ, আসানসোল, পশ্চিম বর্ধমান : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা। বেধড়ক মারপিট, লাথালাথি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের এলআইসি মোড় এলাকায়।
টোটো চালক এবং এক মেকানিকের মধ্যে এই মারপিটের ঘটনা ঘটে। অভিযোগ টায়ার চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় বচসা। আর তারপর সেখান থেকেই ব্যাপক হাঙ্গামার সৃষ্টি হয়। আশেপাশের মানুষজন দুজনকে শান্ত করার চেষ্টা করলেও, তাঁরা কোনও রকম কর্ণপাত না করে নিজেদের মতো সংঘর্ষ চালিয়ে গিয়েছেন।
আরও পডুন : আর মশাগ্রামে রেলবদল নয়, এ বার এক ট্রেনে বাঁকুড়া থেকে হাওড়া
আর মাঝ রাস্তায় এই ব্যাপক মারপিটের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও উত্তেজনা থামাতে শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত টোটো চালক এবং অভিযুক্ত মেকানিককে আটক করে নিয়ে গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 10:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল