আরও পড়ুন: সুতি বস্ত্রের বিশাল সম্ভার নিয়ে শিলিগুড়িতে শুরু খাদি মেলা
মেয়েদের মার্শাল আর্টের এখন দু’টি ধারা। ক্যারাটে ভালবেসে শেখার মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন ক্যারাটে প্রশিক্ষকরা। পাশাপাশি শিখতে শিখতে প্রতিযোগিতায় যোগ দেওয়াও যায়। আর তাই সীমান্ত এলাকার গ্রামগুলিতে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
advertisement
সমাজ ও পরিস্থিতিগত কারণে ক্যারাটে শিখতে আসেন অনেকে। বিষয়টির গুরুত্ব বুঝে বর্তমানে অনেক স্কুলেও আত্মরক্ষার পাঠ হিসেবে ক্যারাটে শেখানো হয়। ইভটিজিং সমস্যা থেকে পথেঘাটে বিপদের আশঙ্কা এড়াতে সচেতনতা বাড়ায় শহরের পাশাপাশি গ্রামেও ছবিটা বদলাচ্ছে। অনেক অভিভাবকরা মেয়েদের ক্যারাটে শেখানোর জন্য উদ্যোগী হচ্ছেন। পাশাপাশি মেয়েদের মধ্যেও একই উদ্যোগ দেখা যাচ্ছে। সব মিলিয়ে শহরের পাশাপাশি গ্রামের মেয়েরাও নিজেদের সুরক্ষা ও আত্মবিশ্বাস ধরে রাখতে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে।
জুলফিকার মোল্লা





