Siliguri News: সুতি বস্ত্রের বিশাল সম্ভার নিয়ে শিলিগুড়িতে শুরু খাদি মেলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
দুর্গাপুজোর আগে সুতি বস্ত্রের বিশাল সম্ভার নিয়ে শিলিগুড়িতে শুরু হয়েছে খাদি মেলা
শিলিগুড়ি: শুরু হল দার্জিলিং জেলা খাদি মেলা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার গ্রামাঞ্চল থেকে খাদি ও গ্রামীণ শিল্পীরা নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হন এই মেলায়। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির নানান বিপণি নিয়ে মেলায় তাঁদের স্টল সাজিয়েছেন বিক্রেতারা। আগামী দিনে জেলায় নানা প্রান্তে আরও বেশি করে খাদির আউটলেট করার চিন্তাভাবনা রয়েছে তাঁদের। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক রাজেশ বাগদি জানান, এই খাদি মেলার মূল উদ্দেশ্য হল খাদি ও গ্রামীণ অঞ্চলের শিল্পীদের কাজ সকলের সামনে তুলে ধরা। যাতে এই মেলায় এসে জিনিসপত্র বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখেন সেই ব্যবস্থা করাও অন্যতম উদ্দেশ্য।
প্রসঙ্গত, নতুনভাবে নতুনরূপে খাদি এখন সব বয়সের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। মেলার মূল উদ্দেশ্য হল রাজ্যের গ্রামীণ শিল্পকলাকে তুলে ধরা। বিশেষ করে গ্রামীণ এই শিল্পকে ভিত্তি করে স্বনির্ভর হওয়ার লক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে। খাদি ও গ্রামীণ শিল্পের প্রসারে আয়োজিত এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র-কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা স্টল দিয়েছেন। মেলায় পাওয়া যাচ্ছে সিল্ক, মসলিন, সুতি খাদি ও রেডিমেড পোশাকের বিপুল সামগ্রী।
advertisement
advertisement
খাদি বস্ত্র থেকে শুরু করে মধু, মোম, ঘি কিংবা গ্রামবাংলার কুটির শিল্পজাত দ্রব্য সব কিছুই রয়েছে এই মেলায়। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই মেলা চলবে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক রাজেশ বাগদি বলেন, মূলত খাদি ও গ্রামীণ অঞ্চলের শিল্পীদের কাজ সকলের সামনে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। মোট ১৪ টি জেলা থেকে খাদি এবং গ্রামীণ কুটির শিল্পের জিনিস নিয়ে সকলে এসেছে। মেলা প্রাঙ্গণে মোট ৮০ টি স্টল আছে। তার মধ্যে ৩২ টি খাদির স্টল রয়েছে। আমাদের আশা রয়েছে আমরা এই মেলা থেকে এক কোটি টাকার ব্যবসা করতে পারব।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 7:50 PM IST