দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনিস্কো। আর এই স্বীকৃতি পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পুজো শেষে কার্নিভাল করার আয়োজন করা হয়। সেই মত জেলা সদর বারাসতে কার্নিভাল অনুষ্ঠিত হল। দুপুরের পর থেকেই বারাসত চাপাডালি মোড় সংলগ্ন যশোর রোডের দু'ধারে বহু মানুষ জমায়েত হতে থাকেন।
আরও পড়ুনঃ ফিরে এল দীর্ঘদিনের ঐতিহ্য, অশোকনগরে বারোয়ারি ক্লাবগুলিকে নিয়ে দুর্গা পুজোর শোভাযাত্রা
advertisement
এরপর, অধীর আগ্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে একে একে জেলার সেরা ২১ টি পুজো কমিটি তাদে প্রতিমা সহ ট্যাবলো নিয়ে ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে আসে। বারাসত চাঁপাডালি মোড়েই তৈরি করা হয়েছিলো মূল মঞ্চ৷ প্রতিটি পুজো কমিটি এসে মূল মঞ্চের সামনে তাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান উপস্থাপন করেন। নৃত্যানুষ্ঠান, ছৌ নৃত্য ও মহিলা ঢাকিদের বিশেষ পরিবেশনা নজর কেড়েছে সকলের।
আরও পড়ুনঃ ইছামতিতে নৌকায় চলল প্রতিমা নিরঞ্জন! দেখতে ভিড় অগণিত মানুষের
কলকাতার রেড রোডের পর জেলায় এ ধরনের অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর জন্য উপভোগ করতে পারায়, মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছে আগত বহু সাধারণ মানুষ। কার্নিভাল উপলক্ষে এদিন যশোর রোডে যান নিয়ন্ত্রণ করা হয়। ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় ব্যস্ততম এই রাস্তায়। পুলিশি নিরাপত্তা ও এদিন ছিল চোখে পড়ার মত।
Rudra Narayan Roy