দীর্ঘদিন ধরেই ঠাকুরনগর ফুল বাজারে ফুল জেলা ছাড়িয়ে কলকাতা সহ নানা প্রান্তে পৌঁছে যায়। বহু মানুষ এই ফুল ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে চাষিরাও যেমন লাভবান হন তেমনি এই ব্যবসায় জড়িত মানুষজনও আজ অনেকটাই লাভের মুখ দেখতে পারছেন এই বাজারের মাধ্যমে। তবে বর্তমানে অনেকটাই আধুনিকীকরণ হয়েছে বাজারের। নিরাপত্তা সুরক্ষিত করতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ন্যয্য মূল্যে উৎকৃষ্ট মানের ফুল কেনা বেচার দিকেও বিশেষ নজর রাখা হয়। শুধু তাই নয় বর্তমানে ভিন রাজ্যে ও যাচ্ছে এই ঠাকুরনগরের নানা ধরনের ফুল।
advertisement
আরও পড়ুনঃ রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ আঞ্চলিক ভাষা দিবস পালন করল বেলদা
অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা আসতেই, ট্রান্সপোটে পাঠিয়ে দেওয়া হচ্ছে অর্ডার অনুযায়ী ফুল। পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাওড়া, কোলাঘাট সহ রাজ্যের বিভিন্ন ফুল বাজারের সঙ্গে ইতিমধ্যেই টেক্কা দিয়ে ব্যবসা করছেন ঠাকুরনগর ফুলবাজারের ব্যবসায়ীরা। এবার ভিন রাজ্যের ফুল ব্যবসায়ীদের সঙ্গে টেক্কা দিতে ময়দানে নেমেছেন বাংলার ঠাকুরনগরের ফুলবাজার।
Rudra Narayan Roy