International Mother Language Day|| রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ আঞ্চলিক ভাষা দিবস পালন করল বেলদা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
International Mother Language Day: ভাষায় কথা বলেন প্রত্যন্ত গ্রামের মানুষজন। তবে বর্তমান প্রজন্ম সেই ভাষায় আর কথা বলে না। তাই ভাষা দিবসের আগে আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান হল বেলদায়...
বেলদা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রফিক, সালাম, বরকতদের রক্তে রাঙা হয়েছিল অবিভক্ত বাংলাদেশ। সেদিন বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় নানাবিধ অনুষ্ঠান হয়ে থাকে। তবে ভাষা দিবসে প্রাক্কালে আঞ্চলিক ভাষায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল বেলদাতে।
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল ভেদে ঘরোয়া ভাষা বা আঞ্চলিক ভাষায় কথা বলেন বিভিন্ন মানুষ। সরকারি অফিস, বেসরকারি অফিস কিংবা বিভিন্ন জায়গায় প্রকৃত বাংলা ভাষার প্রচলন থাকলেও প্রান্তিক গ্রামীণ এলাকায় এখনও সাধারণ মানুষ একে অপরের ভাব বিনিময় করেন তাদের আঞ্চলিক ভাষায়।
আরও পড়ুনঃ পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে অভিনব ভাবনা পুলিশের
তবে বর্তমান প্রজন্মের কাছে সেই আঞ্চলিক ভাষা বা ঘরোয়া ভাষা এখন অপ্রাসঙ্গিক বলে মনে হয়। আঞ্চলিক ভাষায় আর কথা বলে না বর্তমান প্রজন্ম। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতন সংলগ্ন এলাকায় কেলেঘাই ও বাঘুই পারে মিঠা ভাষা চর্চা কমিটির উদ্যোগে ভাষা দিবস পালন করা হয়। এ দিন আঞ্চলিক ভাষায় হয় সমগ্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ভাষা স্বাধীনতার সাথে সাথে বর্তমান প্রজন্মের কাছে আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরা। অনুষ্ঠানে ছামুদুয়ার নামে আঞ্চলিক ভাষায় লেখা একটি বই ও প্রকাশিত হয়।
advertisement
advertisement
এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তথা লেখক জুগজিৎ নন্দ, আঞ্চলিক ভাষার কবি পরেশ বেরা-সহ অন্যরা। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 10:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
International Mother Language Day|| রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ আঞ্চলিক ভাষা দিবস পালন করল বেলদা