West Midnapore News: পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে অভিনব ভাবনা পুলিশের

Last Updated:

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবৈতনিক কোচিং সেন্টার খুললো জেলা পুলিশ। দাঁতন থানার সহযোগিতায় এই কোচিং সেন্টারের উদ্বোধন হয় রবিবার।

দাঁতন, পশ্চিম মেদিনীপুর: আর্থিকভাবে অসচ্ছল পরিবারদের পাশে জেলা পুলিশ। অবৈতনিক কোচিং সেন্টারে পড়াবেন স্বয়ং এসডিপিও থেকে অন্যান্য পুলিশ কর্মী ও এলাকার বেশ কয়েকজন যুবকেরা। এক অনন্য ভাবনা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে এগিয়ে এল পুলিশ। অবৈতনিক কোচিং সেন্টার চালু করল দাঁতন থানার পুলিশ। দাঁতন থানার পরিচালনায় দাঁতন ১ ব্লকের বামনদা প্রাথমিক বিদ্যালয় সূচনা হয় এই অবৈতনিক কোচিং সেন্টারের।
advertisement
advertisement
বাংলা এবং সাঁওতালি দুই মাধ্যমেই কোচিং এ ক্লাস চলবে। প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত এলাকার ছেলেমেয়েদের এই অবৈতনিক কোচিং দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, প্রথম দিন এলাকার পঞ্চম থেকে দশম শ্রেণীর মোট ৪৫ জন পড়ুয়ার নাম নথিভুক্ত করেছে পুলিশ। এরপরে সেই সংখ্যাটা আরো বাড়বে।
advertisement
জানা গিয়েছে, এলাকার প্রশিক্ষিত শিক্ষিত বেকার যুবকদের এই কোচিং এ পড়ানোর কাজে নেওয়া হয়েছে। বামনদা প্রাথমিক বিদ্যালয় ও বামনদা জুনিয়র হাইস্কুল(বালিকা) এ সপ্তাহে পাঁচ দিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত চলবে এই কোচিং। এই কোচিংয়ে ক্লাস নেবেন একসময় শিক্ষক তথা বর্তমান বেলদা পুলিশ মহকুমা আধিকারিক শামীম বিশ্বাস। প্রদীপ প্রজ্জলন এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় অবৈতনিক এই কোচিং সেন্টারের। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা পুলিশ মহকুমা আধিকারিক শামীম বিশ্বাস, দাঁতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক দয়াময় মাঝি, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যরা। বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, পুলিশের এটি অভিনব ভাবনা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিক্ষিত বেকার যুবকেরা এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার পাঠ দেবে। এর ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নানা প্রতিভা উঠে আসবে।
advertisement
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রীয় তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বেলদা এসডিপিও জানিয়েছেন, তিনি মাঝে মাঝে পড়ুয়াদের ক্লাস নেবেন এবং পড়ুয়াদের মানসিক দিকেও লক্ষ্য রাখা এবং তাদের পরামর্শ দেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে জেলা পুলিশের এনে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে অভিনব ভাবনা পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement