খাওয়াদাওয়া মেলা হলেও, মেলায় আছে ঘর সাজানোর নানা উপকরণ থেকে মহিলাদের সাজার সবরকম উপকরণ। জেলার বিভিন্ম নামি দামি রেস্টুরেন্টে এর স্টল রয়েছে এই মেলায়। যার মধ্যে বিশেষ করে একটি রোল সেন্টার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আস্ত একখানা ট্যাক্সি, সেখানেই তৈরি হচ্ছে রোল এবং মটর সাইকেল রয়েছে, যার উপর রাখা হয়ে বিরিয়ানির হাড়ি।রয়েছে স্পেশাল বাম্বু বিরিয়ানির, মটকা বিরিয়ানি, রয়েছে নানা রকমের কাবাব আইটেম। সবমিলিয়ে মধ্যমগ্রাম বঙ্কিমপল্লিতে এই মেলা খাদ্য রসিকদের ভিড়ে আগামী কয়েকদিন সরগরম থাকবে তা বলাই যায়।
advertisement
আরও পড়ুন: অনলাইনে সামান্য কাজ, ঘরে বসেই করা যায়, দুহাত ভরে আসবে টাকা, দেখে নিন কীভাবে!
এই খাদ্যমেলার মধ্য দিয়ে লকডাউনে কাজ হারিয়েছেন এমন প্রান্তিক মানুষদের তুলে আনা হয়েছে। যারা সেইসময় কাজ হারিয়ে নিজেরাই রান্না করে হোম ডেলিভারি পথ বেছে নিয়েছিলেন, তারাও এই মেলায় স্থান পেয়েছে। তারা পাশাপাশি কিছু নামি-দামি রেস্তোরার আউটলেটো স্থান পেয়েছে এই ফুড ফেস্টিভ্যালে।
আরও পড়ুন: ট্রেনের টিকিট ওয়েটলিস্টে ঝুলছে? ওই টিকিটেই প্লেনে ঘুরে আসুন, কীভাবে দেখে নিন!
শুধু খাওয়া দাওয়াই নয়, মেলায় আসা মানুষদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের সংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখা হয়েছে মেলা প্রাঙ্গণ। পছন্দের খাবার খেতে পাশাপাশি বিভিন্ন নতুন মেনু টেস্ট করতে অনেকেই এখন হাজির হচ্ছেন এই ফুড ফেস্টিভালে। সব মিলিয়ে পছন্দের খাবারের পাশাপাশি সময় কাটাতে ও আনন্দ উপভোগ করতে এখন নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় জমাচ্ছেন মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে।
রুদ্র নারায়ন রায়