North 24 Parganas News: বাংলাদেশে আবারও অশান্তির আবহ, কড়া নিরাপত্তা পেট্রাপোল সীমান্তে, সতর্ক বিএসএফ

Last Updated:
বাংলাদেশে আবারও তৈরি হওয়া অশান্তির জেরে কড়া নিরাপত্তা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে, সতর্ক বিএসএফ
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: বাংলাদেশে আবারও তৈরি হওয়া অশান্তির জেরে কড়া নিরাপত্তা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের একাধিক এলাকা
<span style="color: #993366;"><strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:</strong></span> বাংলাদেশে আবারও তৈরি হওয়া অশান্তির জেরে কড়া নিরাপত্তা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের একাধিক এলাকা৷
advertisement
2/6
দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা ও হিংসাত্মক ঘটনার মাঝেই, বেনাপোল সীমান্তে উত্তেজনার আঁচ পৌঁছতেই, পেট্রাপোল সীমান্তে করা নিরাপত্তা জারি করা হয় বিএসএফের তরফে
দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা ও হিংসাত্মক ঘটনার মাঝেই, বেনাপোল সীমান্তে উত্তেজনার আঁচ পৌঁছতেই, পেট্রাপোল সীমান্তে করা নিরাপত্তা জারি করা হয় বিএসএফের তরফে৷
advertisement
3/6
জানা গিয়েছে, সীমান্ত এলাকায় ইতিমধ্যেই বাড়ানো হয়েছে পেট্রোলিং, বাড়তি নিরাপত্তা লক্ষ্মী মোতায়ন করা হয়েছে সুরক্ষার জন্য। এদিন পেট্রাপোল সীমান্ত বন্দরেও দেখা গেল একই ছবি
জানা গিয়েছে, সীমান্ত এলাকায় ইতিমধ্যেই বাড়ানো হয়েছে পেট্রোলিং, বাড়তি নিরাপত্তা লক্ষ্মী মোতায়ন করা হয়েছে সুরক্ষার জন্য। এদিন পেট্রাপোল সীমান্ত বন্দরেও দেখা গেল একই ছবি৷ গতকাল রাতেই ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে ওসমান হাদির মরদেহ। আজ তাঁকে সমাধিস্থ করার কথা। শুক্রবার রাতে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় কবি কাজী নজরুল ইসলামের পাশের তাঁকে সমাধিস্থ করা হবে। মুহম্মদ ইউনূসেরও ওই আয়োজনে হাজির থাকার কথা৷
advertisement
4/6
প্রতিবেশী দেশ অশান্ত হয়ে ওঠায়, কাঁটাতারের ওপারে চাষাবাদ করতে যাওয়া আপাতত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এদিন সকলে পেট্রাপোল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ওপারে বাংলাদেশের বেনাপোল এলাকায় একদল মানুষ জড়ো হয়ে হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে ভারত-বিরোধী ও প্রধানমন্ত্রী-বিরোধী স্লোগান দেয়। এতে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে
প্রতিবেশী দেশ অশান্ত হয়ে ওঠায়, কাঁটাতারের ওপারে চাষাবাদ করতে যাওয়া আপাতত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এদিন সকলে পেট্রাপোল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ওপারে বাংলাদেশের বেনাপোল এলাকায় একদল মানুষ জড়ো হয়ে হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে ভারত-বিরোধী ও প্রধানমন্ত্রী-বিরোধী স্লোগান দেয়। এতে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷
advertisement
5/6
পরিস্থিতি সামাল দিতে দ্রুত পেট্রাপোল সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়। উত্তেজনার জেরে বেনাপোল বন্দরে আটকে থাকা ভারতীয় ট্রাকচালকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পণ্য নিয়ে বহু ভারতীয় ট্রাকচালক বর্তমানে বন্দরের ভিতরেই রয়েছেন
পরিস্থিতি সামাল দিতে দ্রুত পেট্রাপোল সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়। উত্তেজনার জেরে বেনাপোল বন্দরে আটকে থাকা ভারতীয় ট্রাকচালকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পণ্য নিয়ে বহু ভারতীয় ট্রাকচালক বর্তমানে বন্দরের ভিতরেই রয়েছেন৷
advertisement
6/6
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ট্রাকচালকদের বন্দরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সরকারি ভাবে বাণিজ্য বন্ধ ছিল। শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয় কি না, তার উপর বাণিজ্যের প্রভাব নির্ভর করবে। এ দিকে, দুই দেশের মধ্যে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যেও আতঙ্ক স্পষ্ট। অনেকেই জরুরি কাজ সেরে দেশে ফিরে গিয়েছেন
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ট্রাকচালকদের বন্দরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সরকারি ভাবে বাণিজ্য বন্ধ ছিল। শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয় কি না, তার উপর বাণিজ্যের প্রভাব নির্ভর করবে। এ দিকে, দুই দেশের মধ্যে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যেও আতঙ্ক স্পষ্ট। অনেকেই জরুরি কাজ সেরে দেশে ফিরে গিয়েছেন৷’’
advertisement
advertisement
advertisement