ট্রেনের টিকিট ওয়েটলিস্টে ঝুলছে? ওই টিকিটেই প্লেনে ঘুরে আসুন, কীভাবে দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
যাত্রীদের ভোগান্তির হাত থেকে বাঁচাতে আইআরসিটিসি-র অনুমোদিত অংশীদার ট্রিপ অ্যাসুরেন্স চালু করেছে এই নতুন পরিষেবা।
#কলকাতা: ট্রেন ভারতের লাইফলাইন। প্রতিদিন কোটি কোটি মানুষ সফর করেন। কিন্তু শেষ মুহূর্তে বুকিং কিংবা জরুরি অবস্থায় পছন্দের ট্রেনে সিট পাওয়া, হাতে চাঁদ পাওয়ার মতোই ব্যাপার।
প্রতিদিন হাজার হাজার নাম ওয়েটিং লিস্টে ঝুলে থাকে। শেষ মুহূর্তে কার ভাগ্যে শিকে ছিঁড়বে কেউ জানে না। সোজা কথায় অনিশ্চিত যাত্রা। কনফার্মেশন হবে কিনা তাই নিয়ে বিভ্রান্তি চরমে। আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওয়েটিং টিকিট কনফার্ম না হলে মাত্র ১ টাকায় ফ্লাইটের টিকিট দেওয়া হবে। এর জন্য ব্যবহারকারীকে অতিরিক্ত চার্জ দিতে হবে না।
advertisement
advertisement
যাত্রীদের ভোগান্তির হাত থেকে বাঁচাতে আইআরসিটিসি-র অনুমোদিত অংশীদার ট্রিপ অ্যাসুরেন্স চালু করেছে এই নতুন পরিষেবা। এতে ওয়েটিং লিস্টে থাকা ট্রেনের টিকিটই ফ্লাইটের টিকিটে আপগ্রেড করে নেওয়া যায়।
কীভাবে করতে হয়: এটা শুধুমাত্র ট্রেনম্যান অ্যাপেই করা যায়। ট্রিপ অ্যাসুরেন্স ট্রেনম্যান অ্যাপে টিকিট বুক করার সময় প্রদত্ত পূর্বাভাস মিটারে শতাংশ স্কোর চেক করার বিকল্প সহ যাত্রীকে একটি ওয়েটিং লিস্ট দেয়। যদি পূর্বাভাস স্কোর ৯০ শতাংশ বা তার বেশি হয়, অর্থাৎ যাত্রীর ট্রেনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ট্রিপ অ্যাসুরেন্স ফি হবে আরই১। স্কোর কম হলে, টিকিটের শ্রেণির উপর নির্ভর করে নামমাত্র ফি নেওয়া হয়।
advertisement
চার্ট তৈরির সময় টিকিট নিশ্চিত হলে, ট্রিপ অ্যাসুরেন্স ফি যাত্রীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। যাই হোক, এটি নিশ্চিত না হলে, ট্রেনম্যান কোন অতিরিক্ত খরচ ছাড়াই যাত্রীকে ফ্লাইট টিকিট অফার করে। ট্রিপ অ্যাসুরেন্সে রাজধানী-সহ ১৩০টি ট্রেনের বুকিং করা যায়। বিমানবন্দর আছে এমন শহরগুলিকেই কভার করে।
advertisement
ট্রেনম্যানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ‘যদি চার্ট তৈরির সময় যাত্রীর ওয়েটলিস্ট করা টিকিট অপেক্ষা তালিকায় থাকে, ট্রেনম্যান যাত্রীকে একই যাত্রার জন্য একটি নিশ্চিত ফ্লাইট টিকিট প্রদান করবে’। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের ফ্লাইট টিকিট দেওয়া যে অভিনব পদক্ষেপ তাতে কোনও সন্দেহ নেই। ট্রেন যাত্রীদের নিত্যদিনের সমস্যার এর থেকে ভাল সমাধান আর হয় না। মূল্য মাত্র ১টাকা হওয়ায় এই অ্যাপ সকলেই ব্যবহার করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 4:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রেনের টিকিট ওয়েটলিস্টে ঝুলছে? ওই টিকিটেই প্লেনে ঘুরে আসুন, কীভাবে দেখে নিন!