North 24 Parganas News: জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান, ভোল বদলাবে সদর শহরের

Last Updated:

North 24 Parganas News: 'গ্রিন সিটি ক্লিন সিটি' গড়ার লক্ষ্যে বারাসাতে পৌরসভার বিশেষ অভিযান। শুরু হল রাস্তার ধারের জমা আবর্জনা পরিষ্কার। সাফাই কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়লা পরিষ্কার করলেন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়।

+
বারাসাতে

বারাসাতে সাফাই অভিযান

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলা সদর শহরকে ‘গ্রিন সিটি ক্লিন সিটি’ গড়ার লক্ষ্যে বারাসাতে বিশেষ অভিযানে নামল পৌরসভা। অতীতে নানা সময়ে শহরের নানা প্রান্তে জঞ্জাল আবর্জনার স্তুপ চোখে পড়লেও, পৌরসভার নতুন দায়িত্ব নেওয়া পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় পরিষ্কার ও জঞ্জাল মুক্ত বারাসাত শহর তৈরির শপথ নেন।
সেই লক্ষ্যেই এদিন বারাসাত ডাকবাংলো মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হেলাবটতলা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’ধারের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এই সাফাই অভিযানে পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কারের কাজে অংশ নেন পৌরপ্রধানও। পাশাপাশি রাস্তার ধারের নর্দমা, ভ্যাট এবং সংযুক্ত রাস্তাগুলির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ  আউশগ্রামে ডবল ধামাকা! শুরু ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলা, শেষ দিনে আসছেন দেব-নুসরত
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সাড়ে তিন বছর ধরে জমে থাকা বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে ওঠার লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ছিলেন সাধারণ নাগরিকরা- এমন অভিযোগও উঠে আসছিল। সম্প্রতি পৌরপ্রধান বদলের পর শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন বারাসাতবাসী। এদিনের অভিযানের পর পরিস্থিতি অনেকটাই বদলেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় জানান, নাগরিকদের সুবিধা ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সাফাই অভিযান চালানো হচ্ছে এবং আগামী দিনেও এই কর্মসূচি লাগাতার চলবে। পৌরসভার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, নিয়মিত সাফাই অভিযান চললে বারাসাত শহর ধীরে ধীরে পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান, ভোল বদলাবে সদর শহরের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement