Health Tips: হঠাৎ ঝাপসা চোখের দৃষ্টি, কানে শুনতে...কেবল বুকে ব্যথা নয়! এগুলিও হতে পারে স্ট্রোকের লক্ষণ, অবহেলা নয় এক মুহূর্তও
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Health Tips: স্ট্রোক থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল দ্রুত সতর্ক হওয়া এবং উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বিশেষজ্ঞদের মতে, কিছু লক্ষণ আছে যেগুলো কখনওই অবহেলা করা উচিত নয়। সামান্য মনে হলেও এগুলো বড় বিপদের পূর্বাভাস হতে পারে।
advertisement
1/6

স্ট্রোক বর্তমানে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে দ্রুত বাড়ছে। বয়স, পেশা বা জীবনযাত্রা—কোনও কিছুর তোয়াক্কা না করেই এই সমস্যা যে কাউকে আঘাত করতে পারে। তবে আশার কথা, প্রাথমিক কিছু লক্ষণ আগেভাগে বুঝতে পারলে সময়মতো চিকিৎসা নিয়ে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।
advertisement
2/6
মূলত মস্তিষ্কে রক্তপ্রবাহ হঠাৎ বাধাপ্রাপ্ত হলে বা রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হয়। এর ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ অক্সিজেন ও পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে স্ট্রোককে ধরা হয়, তাই বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই।
advertisement
3/6
স্ট্রোক থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো দ্রুত সতর্ক হওয়া এবং উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বিশেষজ্ঞদের মতে, কিছু লক্ষণ আছে যেগুলো কখনওই অবহেলা করা উচিত নয়। সামান্য মনে হলেও এগুলো বড় বিপদের পূর্বাভাস হতে পারে।
advertisement
4/6
অনেক সময় হঠাৎ দৃষ্টি, শ্রবণ বা স্পর্শের অনুভূতিতে সমস্যা দেখা দেয়। চোখে কম দেখা, কানে কম শোনা বা শরীরের কোনও অংশ অবশ লাগা—এই ধরনের উপসর্গ আচমকাই শুরু হতে পারে। ক্ষতিটি আংশিক বা সম্পূর্ণ হতে পারে এবং তাৎক্ষণিক চিকিৎসা না হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
advertisement
5/6
দৃষ্টি সংক্রান্ত সমস্যাও স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ। দ্বিগুণ দেখা, ঝাপসা দৃষ্টি বা হঠাৎ এক চোখে কম দেখা—এই উপসর্গগুলো দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে, সহজ কথা বা কাজ বুঝতেও অসুবিধা দেখা দেয়।
advertisement
6/6
চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, অনেক সময় কথাবার্তায় অস্পষ্টতা বা কাজে অস্বাভাবিকতা দেখা যায়। কথা জড়িয়ে যাওয়া, সঠিক শব্দ খুঁজে না পাওয়া কিংবা আচরণে হঠাৎ পরিবর্তন—এই লক্ষণগুলো অল্প সময়ের জন্য মিলিয়ে গেলেও তা বিপজ্জনক। কারণ এগুলো ‘মিনি স্ট্রোক’ বা ট্রান্সিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের ইঙ্গিত হতে পারে, যা ভবিষ্যতে বড় স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই এমন লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: হঠাৎ ঝাপসা চোখের দৃষ্টি, কানে শুনতে...কেবল বুকে ব্যথা নয়! এগুলিও হতে পারে স্ট্রোকের লক্ষণ, অবহেলা নয় এক মুহূর্তও