Pithe Puli Utsav: পিঠেপুলিতে আধুনিক ছোঁয়া! চকলেট পাটিসাপটা চেটেপুটে সাফ, একবার খেলে বারবার আসতে হবে বসিরহাট পিঠেপুলি উৎসবে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas Pithe Puli Utsav: বসিরহাটের পিঠেপুলি উৎসবে চকলেট পাটিসাপটা সুপারহিট। পাটিসাপটার ভিতরে নারকেল খোয়ার বদলে চকলেট ফিলিং, তার উপর হালকা চকলেট সস দিয়ে তৈরি হচ্ছে অপূর্ব স্বাদের পিঠে।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মেলায় পিঠেপুলিতে আধুনিক ছোঁয়া, চকলেট পাটিসাপটায় জমজমাট বসিরহাট। শীত পড়তেই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সংস্কৃতি ও স্বাস্থ্য মেলায় পিঠেপুলির স্টল মানেই উপচে পড়া ভিড়। তবে এবছর সেই চিরাচরিত পিঠেপুলির তালিকায় এক অভিনব সংযোজন। চকলেট পাটিসাপটা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই নতুন স্বাদের পিঠে ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের।
বসিরহাট প্রান্তিক মাঠে আয়োজিত সংস্কৃতি ও স্বাস্থ্য মেলায় পিঠেপুলির স্টলে ভাপা, পাটিসাপটা, দুধপুলি, তেল পিঠের পাশাপাশি চকলেট পাটিসাপটা আলাদা করে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মের পাশাপাশি বয়স্কদেরও ভিড় বেশি দেখা যাচ্ছে এই স্টলে। পাটিসাপটার ভিতরে নারকেল খোয়ার বদলে চকলেট ফিলিং, তার উপর হালকা চকলেট সস-এই ব্যতিক্রমী স্বাদ শীতের সন্ধ্যায় মেলায় এক নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানে শুরু হল ভারত সংস্কৃতি উৎসব, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন, অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শিল্পীরা
বসিরহাট শহরের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আসা বহু দর্শনার্থীর কথায়, এমন পিঠে আগে কখনও খাওয়া হয়নি। বাঙালির চিরাচরিত পিঠেপুলিতে আধুনিক স্বাদের এই সংযোজন মেলার আকর্ষণ আরও বাড়িয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিঠে বিক্রেতারাও জানাচ্ছেন, চাহিদা এতটাই বেশি যে বারবার নতুন করে পিঠে বানাতে হচ্ছে। শীতের মরশুমে পিঠেপুলির উৎসবে চকলেট পাটিসাপটা যেন বসিরহাটের সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার ‘ফিউশন আকর্ষণ’। ঐতিহ্যকে ধরে রেখেই নতুন স্বাদের পরীক্ষা – এই ভাবনাতেই এবছর মেলার পিঠেপুলির স্টল হয়ে উঠেছে আরও রঙিন ও স্মরণীয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 20, 2025 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pithe Puli Utsav: পিঠেপুলিতে আধুনিক ছোঁয়া! চকলেট পাটিসাপটা চেটেপুটে সাফ, একবার খেলে বারবার আসতে হবে বসিরহাট পিঠেপুলি উৎসবে








