East Bardhaman News: বর্ধমানে শুরু হল ভারত সংস্কৃতি উৎসব, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন, অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শিল্পীরা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bardhaman Bharat Sanskriti Utsab: বর্ধমানে শুরু হচ্ছে ১৮'তম ভারত সংস্কৃতি উৎসব। ভারত ছাড়াও আমেরিকা, জাপান, দুবাই, শ্রীলংকা-সহ বহু দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।
advertisement
advertisement
advertisement
advertisement
অংশগ্রহণকারী এক নৃত্যশিল্পী বলেন, এটি একটি উৎসব নয়, বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন। যেখানে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা একত্রে মিলিত হন সুর ও ছন্দের বন্ধনে। আজকের পরিবর্তনশীল সময়ে সাংস্কৃতিক শিকড় রক্ষা করা অত্যন্ত জরুরি। ভারত সংস্কৃতি উৎসব ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)






