এদিন বসিরহাটের হাড়োয়ার স্বাস্থ্যকেন্দ্রে দমকল বাহিনীর উদ্যোগে স্বাস্থ্যকর্মী ও এলাকার মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বসিরহাট মহাকুমার সুন্দরবন অঞ্চলের বেশ কিছু অংশে প্রত্যন্ত এলাকায় নদী পথ পেরিয়ে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছানো সম্ভব হয় না। আবার বেশ কিছু জায়গায় দমকলে খবর দেওয়া হলেও, অনেক সময়ই বাহিনী পৌঁছতে পৌঁছতে পুড়ে ছাই হয়ে যায় সব। এ অভিজ্ঞতা নতুন কিছু নয়।
advertisement
আরও পড়ুন ঃ গোটা বাড়ি মোহনবাগানময়, বিশরপাড়ার অয়নের বাড়ি এখন দর্শনীয় স্থান
বসিরহাট সহ বিভিন্ন জায়গার প্রত্যন্ত এলাকায় প্রতি বছরই এমন ঘটনা ঘটে থাকে বেশ কয়েকটি। তা নিয়ে দমকল বাহিনীর আক্ষেপেরও শেষ নেই। তাই সীমান্ত থেকে সুন্দরবনের স্বাস্থ্য কর্মী থেকে মেয়েদের অগ্নিনির্বাপণ নিয়ে সচেতন করতে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির থেকে বাড়ি, হাসপাতাল কিংবা স্কুলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে গেলে, আগুন সাবধানে কিভাবে নেভাতে হবে, প্রাথমিক অবস্থায় কি করনীয় সেইসব কৌশল শেখানো হয়।
যার মাধ্যমে খুব সহজেই আগুন নিভিয়ে ঘর বাড়িসহ বিভিন্ন জিনিস রক্ষা করা যায়। এদিন আগুন নেভানোর বিভিন্ন কৌশল দেখে খুশি মহিলা থেকে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর মহড়ায় অংশগ্রহণ করেন। এভাবেই বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে এই ধরনের শিবির করা হবে বলে জানান দমকল দফতরের আধিকারিকরা।
জুলফিকার মোল্যা