জানা গিয়েছে, যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার নাম রাজীব চৌধুরী ওরফে আনিসুর রহমান। নিউটাউনের এক ল ফার্ম যুক্ত তিনি। তবে তার বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ প্রথম নয়। ইতিপূর্বে তৃণমূলের মুখপত্র পরিচয় দিয়ে বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষের থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছে। এমনকি বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও বালি থানায় অভিযোগ জানিয়েছেন। বাসন্তী পাল এবং তার নিজের স্ত্রী স্বর্ণালী দেবীও নারায়ণপুর থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
advertisement
আরও পড়ুনঃ অজ্ঞাত কারণে মন্দিরে রাত্রিবাস অসম্ভব! হাজার বছরের মন্দির ঘিরে রহস্যের মোড়ক
এ দিন তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। এরপরই সেই ঘটনার কথা ছড়িয়ে পরতেই বারাসত আদালত চত্বরে থাকা আইনজীবীরা সোচ্চার হয়ে ওঠেন। সেখানেই তাকে হাতেনাতে ধরে ফেলেন আদালত চত্বরে থাকা অন্যান্য আইনজীবীরা। ভুয়ো প্রমানিত হলে, তাকে বারাসত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
রুদ্র নারায়ন রায়