East Bardhaman News|| অজ্ঞাত কারণে মন্দিরে রাত্রিবাস অসম্ভব! হাজার বছরের মন্দির ঘিরে রহস্যের মোড়ক

Last Updated:

রাঢ় বাংলায় ছড়িয়ে রয়েছে বহু শিব মন্দির। তাদের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত মন্তেশ্বরের পাতুন গ্রামের পত্তেশ্বর মন্দির। কথিত রয়েছে, দীর্ঘ প্রায় ১০০০ বছরের পুরনো এই মন্দির। 

+
title=

#মন্তেশ্বর: সনাতন ধর্ম মতে পরমসত্ত্বা রূপ মহাদেব। পৃথিবীর আদি-অন্ত যার হাতে সৃষ্টি। তার ভক্তদের কাছে পুজো নিতে খুব অল্পে সন্তুষ্ট তিনি। শুধু মনুষই নয় দেবতারাও ভক্তি ভরে শিবের পুজো করেন। রাঢ় বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু শিব মন্দির। তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পাতুন গ্রামের পত্তেশ্বর মন্দির।
কথিত রয়েছে, দীর্ঘ প্রায় ১০০০ বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরে মহাদেবের আবির্ভাব হয়েছিল মাটি ভেদ করে। সমগ্ৰ মন্দিরটি ঘিরে রয়েছে বিশালাকার বট গাছ। গাছটিকে মাঝে রেখেই মন্দির নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে একটি পুকুর। সেই পুকুর থেকে প্রায় ১০০ টিরও বেশি মূর্তি উদ্ধার হয়েছে। বহু ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে এই মন্দিরে, প্রচলিত এমনটাই।
advertisement
আরও পড়ুনঃ রাতে ঘুমোতে ঘুমোতে মাটিতে লুটিয়ে পড়লেন! বধূর রহস্য মৃত্যুতে তোলপাড় মন্তেশ্বর
একথাও প্রচলিত রয়েছে, এখানে রয়েছেন স্বয়ং পত্তেশ্বর অনন্তকাল। এই মন্দিরের আরও এক বৈশিষ্ট্য রয়েছে। এখানে কেউই রাত্রি যাপন করতে পারেন না। একমাত্র শিবরাত্রির দিন এই মন্দিরে পূজারী ও ভক্তবৃন্দরা রাত্রীযাপন করেন। এক কালে এই এলাকায় কোনও মানুষের যাতায়াত ছিল না। বর্তমানে ভৌগলিক অবস্থার পরিবর্তন হওয়ায় বহু ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরে অবস্থিত একটি গাছের বিশেষ ভূমিকা রয়েছে। এই গাছের ফল থেকে কখনও অঙ্কুরোদগম হয়নি, গাছের ডাল কেটে গাছ বসানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এই ধরনের বিরল গাছ কোথাও দেখতে পাওয়া যায় না বলে দাবি পূজারী।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News|| অজ্ঞাত কারণে মন্দিরে রাত্রিবাস অসম্ভব! হাজার বছরের মন্দির ঘিরে রহস্যের মোড়ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement