স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা নাগাদ লেবুখালী থেকে হাসনাবাদের দিকে একটি পণ্য বোঝাই ট্রাক্টর যাচ্ছিল। সেই সময় ইট বোঝাই একটি ইঞ্জিনভ্যান দ্রুতগতিতে গ্রামের রাস্তা থেকে মেন রোডে উঠছিল। ওই মাটি বোঝাই ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে ইঞ্জিনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারাতেই ইঞ্জিন সোজা গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় ইঞ্জিন ভ্যানটি উল্টে মৃত্যু হয় ইঞ্জিন ভ্যান চালক আব্দুল রহমান মণ্ডলের। বয়স ২৮ বছর। মৃত চালক মাধবকাটি গ্রামের বাসিন্দা।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় এ কী ঝামেলায় পড়লেন নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা! চরম বিড়ম্বনায় তৃণমূলও
এই ঘটনায় ট্রাক্টরে থাকা ৩ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক আব্দুরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: ‘রাজনীতি’তে দিতিপ্রিয়া, এবার বাবার ভূমিকায় কৌশিক, সৌরভের সিরিজে কণীনিকা-অর্জুনও
হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার মণ্ডল বলেন, ‘‘বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে। গাড়িগুলির কি আদৌ গতি নিয়ন্ত্রণে থাকছে না? পুলিশ প্রশাসন এই ঘটনা তদন্ত করুক এবং এমন ব্যবস্থা করুক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে।’’ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
জুলফিকার মোল্যা