পরপর হিট গানে যখন উত্তেজনার চরমে উঠছে, অপরদিকে দর্শক আসনে তখন থিক থিক করছে মানুষের মাথা। সকলেই বিখ্যাত গায়কের গানে তালে তাল মিলিয়ে দুলালেন শরীর। কলেজ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে গোবরডাঙ্গা হিন্দু কলেজে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে করণা মহামারীর কারণে দীর্ঘদিন পর আবারও সোনু নিগমের অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হল কলেজের বার্ষিক এই অনুষ্ঠানের।
advertisement
আরও পড়ুনঃ নার্সিং ছাত্র খুনে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত
আর তাই গোবরডাঙ্গা হিন্দু কলেজের পরিচালনায় কলেজের মাঠে পা রাখলেন বলিউডের অন্যতম সঙ্গীত শিল্পী, প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। তাকে একবার নিজের চোখে সরাসরি দেখতে ভিড় জমায় কলেজ পড়ুয়ারা সহ এলাকার সাধারণ মানুষ। বলিউড স্টারের অনুষ্ঠান ঘিরে ছিল পুলিশের করা নিরাপত্তা। গোবরডাঙ্গা স্টেশনে ভিড় ছিল চোখে পরার মতন।
আরও পড়ুনঃ রাজ্যে সেরা হয়ে, এবার দেশের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গ্রাম বাংলার ছাত্র-ছাত্রীরা
তবে ভিড়ের কারণে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পরেন বলে জানা গিয়েছে। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন সোনু নিগম, আর তারপরেই জেলায় গোবরডাঙ্গা কলেজে সংগীতের ঝুলি নিয়ে হাজির হলেন বলিউডের এই গায়ক। ভাসলেন অনুরাগীদের ভিড়ে।
Rudra Narayan Roy