সম্পত্তি নিয়ে গণ্ডগোল যাদব পরিবারে প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার রাতে গোবিন্দ কাজ থেকে বাড়ি ফেরার পর ফের সম্পত্তিগত বিষয় নিয়ে দাদার সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। পরিবারের অন্যান্য সদস্যরা তাতে জড়ো হয়। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই ভাই গোবিন্দকে বেধড়ক মারধর করা হয়। এরপরই নাকি তাঁকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন দাদা গোপাল। পড়ে গিয়ে গুরুতর চোট পান গোবিন্দ । স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায় । এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সে এখন চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন: আগরতলা-কলকাতার যাতায়াতে সময় কমে ১০ ঘণ্টা! রেল মন্ত্রকের বিশেষ উদ্যোগে চমক
দীর্ঘদিন ধরে পরিবারে ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল নিজেদের মধ্যে বিচার সভা বসেছিল কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। শুক্রবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। প্রচণ্ড কথা কাটাকাটি হতে থাকে নিজেদের মধ্যে এমন সময় হঠাৎ ছোট ভাইকে সজরে ধাক্কা মারেন দাদা।ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এই ঘটনার পর পুলিশ দাদা গোপাল যাদবকে থানার পুলিশ আটক করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অশঙ্কাজনক অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোবিন্দ যাদব।
অরুণ ঘোষ