ইতিমধ্যেই ইডি নিজেদের হেফাজতে নিয়েছে মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার কাছ থেকেই পাওয়া গিয়েছে ২১ কোটি২০ লক্ষ টাকা সহ লক্ষ লক্ষ টাকার বহু মূল্যের সামগ্রী। এবার আরও সম্পত্তি ও গুরুত্বপূর্ণ নথির খোঁজে বেলঘরিয়ার আবাসনে তল্লাশি অভিযান চালাতে চায় ইডি। কিন্তু ফ্ল্যাটে গিয়ে দেখা যায় তালা বন্ধ রয়েছে।
advertisement
নিরুপায় হয়ে অবশেষে ইডির কর্তারা হানা দেন বেলঘড়িয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের দেওয়ান পাড়ার পৈত্রিক বাড়িতে। সেখানেই রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা ও এক পরিচারিকা। অনুমান এই বাড়ি থেকেই মিলতে পারে ফ্ল্যাটের চাবির হদিস। কিন্তু, দেওয়ান পাড়ার বাড়িতে যেতেই ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন অর্পিতার বৃদ্ধ মা ও পরিচারিকা। প্রথমে দরজা খুলতে না চাইলেও পরবর্তী সময়ে অবশ্য তা খুলে দেওয়া হয়।
আরও পড়ুন Record number of Hilsa: বড়ই সুখবর! এক সপ্তাহে রেকর্ড পরিমাণ ইলিশ দিঘায়
বাড়িতে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়ে, পাশের বাড়ির ছাদে উঠে অর্পিতার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টাও করতে দেখা যায় ইডির আধিকারিকদের। এরপরে ইডির দল বাড়ির ভিতরে প্রবেশ করে অর্পিতা দেবীর মা-কে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে সূত্রের খবর।
পেরিয়ে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা, এখনও ইডির আধিকারিকেরা রয়েছেন বাড়ির ভেতরেই। মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য আসবে এখান থেকেই। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যদি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের চাবি পাওয়া যায় সেক্ষেত্রে সেখানেও তল্লাশি চালাবেন ইডির আধিকারিকেরা। আর সেখান থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই স্থানীয় মানুষেরা রীতিমতো দুপুরের খাওয়া দাওয়া বাদ দিয়েই ঘটনার প্রতিটি পর্যায়ের উপর নজর রাখছেন।
(প্রতিবেদক - রুদ্র নারায়ণ রায়)