Record number of Hilsa: বড়ই সুখবর! এক সপ্তাহে রেকর্ড পরিমাণ ইলিশ দিঘায় 

Last Updated:

Digha News:মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি ও দোসর পূবালী হাওয়া, অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়ছে দিঘা মোহনায়।শেষ দু'বছরের তুলনায় এক সপ্তাহে রেকর্ড ইলিশ দিঘায়

+
মৎস্য

মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ

#পূর্ব মেদিনীপুর: মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি ও দোসর পূবালী হাওয়া সমুদ্রের রূপোলি শস্য ইলিশ মাছ ধরা পড়ার অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়ছে দিঘা মোহনায়। প্রতিদিন ১০ থেকে ১২ টন ইলিশ মাছ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। দু বছরের খরা কাটিয়ে এক সপ্তাহে প্রায় ৮০ টনের বেশি ইলিশ উঠল দিঘা মোহনা নিলাম কেন্দ্রে। মোহনা জুড়ে খুশির হাওয়া মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মধ্যে।
 
advertisement
নামখানা, কাকদ্বীপের মত দিঘাতেও বান ডেকেছে ইলিশের। গত কয়েক দিনে মৎস্যজীবীদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় মৎস্যজীবীদের মুখেও হাসি দেখা দিয়েছে। মেঘলা আবহাওয়া, বৃষ্টি এবং পূবালী বাতাসের দাপট থাকায় প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ ধরা পড়েছে জালে। দিঘা মোহনায় মঙ্গলবার ১২ টন ইলিশ ওঠে বলে জানিয়েছেন দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়‌্যা। তিনি বলেন, ‘ইলিশ উপযোগী আবহাওয়া থাকায় শেষ এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ উঠছে। শেষ সাতদিনে প্রায় ৮০ টনের বেশী ইলিশ মাছ উঠেছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আবহাওয়া এখনও অনুকূল থাকায় আরও ইলিশ ধরা পড়বে বলেই আশা আমাদের।’
advertisement
আরও পড়ুন Latest Weather Update: শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট , সঙ্গে বেশি আর্দ্রতার পূর্বাভাস, জেরবার হবে জীবন
প্রচুর ইলিশ ধরা পড়ায় এদিন ইলিশের দাম কিছুটা কম হলেও তুলনামূলক দাম কমেনি। এদিন দিঘা মোহনায় ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ পাইকারি বাজারে সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা কিলো হিসেবে বিক্রি হয়েছে। আর এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১২০০-১৩০০ টাকা মূল্যে। গত ২ বছর ধরে ইলিশের খরা গেছে দিঘায়। ফলে এবার ভাল ইলিশের আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ইলিশ উপযোগী আবহাওয়া না থাকায় এবারও মরসুমের শুরুতে সেভাবে ধরা পড়ছিল না ইলিশ। তবে এ মাসে বৃষ্টি নামার পর থেকেই জালে উঠতে শুরু করেছে ইলিশের ঝাঁক। প্রচুর ইলিশ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Record number of Hilsa: বড়ই সুখবর! এক সপ্তাহে রেকর্ড পরিমাণ ইলিশ দিঘায় 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement