আরও পড়ুন: দিনে দুপুরে নির্বিচারের শামুকখোল পাখি শিকার বারুইপুরে, প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি!
পূর্ব রেল সূত্রে খবর, বুধবার কাঁচরাপাড়া ওয়ার্কশপ এলাকায় রেলের বেহাত হয়ে যাওয়া বেশ কিছু কোয়ার্টার ও বাংলো পুনরুদ্ধার করে আরপিএফ। পরে সেগুলো সিল করে দেওয়া হয়। এর আগে একাধিকবার এই এলাকা জবরদখল মুক্ত করার জন্য নোটিশ জারি করেছিল পূর্ব রেল। তবে এদিন অবশেষে সাফল্য এল।
advertisement
পূর্ব রেল সূত্রে বলা হয়েছে, আগামী দিনেও শিয়ালদহ ডিভিশনের উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বেহাত হয়ে যাওয়া সম্পত্তি দখল করার কাজ চালিয়ে যাবে রেল। কাঁচরাপাড়া ছাড়াও শ্যামনগর, নৈহাটি, জগদ্দল স্টেশন এলাকায় রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকে। বারবার উচ্ছেদ নোটিশ দিলেও কর্ণপাত করছেন না তাঁরা। তাই এবার জিআরপি ও আরপিএফকে সঙ্গে নিয়ে লাগাতার উচ্ছেদ অভিযান চালিয়ে সম্পত্তি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে কাঁচরাপাড়াতে সাফল্য এলেও দক্ষিণেশ্বর, বনগাঁ সহ বিভিন্ন স্টেশনে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে রেলের শূন্য হাতে ফেরার নজিরও আছে।
অরুণ ঘোষ