হঠাৎ করে কেন এমন ভাবনা? সে কথাই খোলসা করলেন ঊর্মিলা সেন। তিনি বলেন, নিউটাউনে অনেকগুলি দুর্গাপুজো হয়। কিন্তু সেগুলি সবই আবাসন বা ব্লক ভিত্তিক। তাই সবাই মিলে একসঙ্গে একটা বড় পুজো করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতে শুধু বড় প্যান্ডেল কিংবা আলোকসজ্জা নয়,ছোট বড় অনেক দোকান থাকবে। থাকবে আড্ডা জোন। যাতে বাঙালিচুটিয়ে আড্ডা দিতে পারে, পুজোকে ঘিরে গান, গল্প, সাহিত্য, নাটক চর্চায় মেতে উঠতে পারে।
advertisement
আরও পড়ুনঃ বিরল রোগে আক্রান্ত কিশোর, চিকিৎসার খরচ প্রায় ১৭ লক্ষ
ম্যাডাক্স স্কোয়ারে যেভাবে পুজোকে ঘিরে আড্ডা জোন থাকে, সেই পরিবেশ তৈরি করা হবে নিউটাউনের সিটি স্কোয়ারে। ওয়েব টেলিকাস্টিং ইন্টারনেটের দৌলতে লন্ডনে বসেও দেখা যাবে নিউটাউনের এই দূর্গা পুজো। পুজো কমিটির সম্পাদক সমরেশ দাস জানান, দুর্গাপুজোর ব্রান্ড ভ্যালু এখন সার্বজনীন। ইউনেক্সো একে হেরিটেজ তকমা দিয়েছে।
আরও পড়ুনঃ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র সংখ্যা মাত্র ৫০! এ এক আজব স্কুল!
ফলে এবছর থেকে এই পুজো একটা অন্য মাত্রা পাবে। পুজোর থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকবে বলেই জানান তিনি। পুজোর থিম ভাবনা শিল্পী প্রশান্ত পালের। আগামী ১৩ জুলাই এই পুজোর খুটিপুজো হবে নিউটাউন সিটি স্কোয়ারে।
Rudra Narayan Roy