TRENDING:

Durga Puja 2023: শ্রীভূমির মতো হুবহু পুজোর থিম আরও এক মণ্ডপের! আচমকা এমন কেন?

Last Updated:

Durga Puja 2023: হাবরার প্রফুল্লনগরেও তৈরি হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ডের থিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে ঘটা করে উদ্বোধন হয়ে গিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজোর থিম। আর সেই পুজোর থিমেই ঘোষণা করা হয়েছিল প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড এর আদলে মণ্ডপ তৈরির কথা। তারপর থেকেই তৈরি হয় বিতর্ক, কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম এই ক্লাবের থিমে বিশেষ নজর থাকে রাজ্যবাসীর। সেই জায়গায় দাঁড়িয়ে জেলার অপর প্রান্ত হাবরার প্রফুল্লনগরের এর এক পুজো কমিটি সোশ্যাল মিডিয়ায় আগেই ঘোষণা করে প্যারিসের ডিজনিল্যান্ড পুজোর থিমে ফুটিয়ে তোলার কথা।
advertisement

ডিজনিল্যান্ডের মধ্যে দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে ‘বকলমে’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল মফস্বল শহর হাবরার প্রফুল্লনগরের ৭৩ বছরের প্রাচীন এই পুজো। ইতিমধ্যেই প্যান্ডেল সেজে উঠেছে ডিজনি ল্যান্ডের আদলে। চুড়ান্ত পর্বের প্রস্তুতি সেরে ফেলছেন উদ্যোক্তারা। অন্যান্য বছরের থেকে এ বছর আরও ব্যাপক পরিমাণে ভিড় হবে সেই আশা রেখেই সাজিয়ে তোলা হচ্ছে মন্ডপে প্রবেশ ও বাইরে বেরোনোর পথ।

advertisement

গোটা মন্ডপ প্যারিসের ডিজনি ল্যান্ডের রূপে সাজিয়ে তুলছেন কল্যাণগড় ক্রিয়েটিভ ডেকোরেটরস। তবে কোনরকম চ্যালেঞ্জে না গিয়ে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো স্বনামধন্য ক্লাব দুর্গাপুজোয় একই থিম করাতে যেন উচ্চস্বিত হাবড়ার এই পুজো উদ্যোক্তারা। তবে বাজেটের দিক থেকে না হলেও, প্যারিসের ডিজনিল্যান্ডকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে যেন রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছেন তারা।

advertisement

View More

গতবছর প্রফুল্লনগরের এই পুজো হাবরা প্রশাসনের বিচারে প্রথম স্থান অধিকার করেছিল। থিম হিসেবে ফুটে উঠেছিল থাইল্যান্ডের প্যাগোডা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই প্যান্ডেল দেখতে।

আরও পড়ুন, জলবায়ু পরিবর্তনে উদ্বেগ, পরের জুলাইয়ে উইন্টার অলিম্পিকসের আয়োজনকারী নির্বাচন?

আরও পড়ুন, স্টেশনেই মিলবে খাসি থেকে চিংড়ি… পুজোর কদিন মুরগি-মটনে জমে যাবে ট্রেন সফর

advertisement

তবে এবার শ্রীভূমির পাশাপাশি হাবরা প্রফুল্লনগরে প্যারিসের ডিজনিল্যান্ড দেখতে যে মানুষের ভিড় উপচে পড়বে তেমনটাই আশা করছেন উদ্যোক্তারা। শ্রীভূমির মত রাতে দর্শকদের মনোরঞ্জন করতে বিশেষ আলোর ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে প্যান্ডেল তৈরির কাজ।

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: শ্রীভূমির মতো হুবহু পুজোর থিম আরও এক মণ্ডপের! আচমকা এমন কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল