Durga Puja 2023: স্টেশনেই মিলবে খাসি থেকে চিংড়ি... পুজোর কদিন মুরগি-মটনে জমে যাবে ট্রেন সফর

Last Updated:

Durga Puja 2023 : বহু মানুষ আছেন যাঁরা পুজোর সময় ব্যাগপত্তর গুছিয়ে চলেন পুজোয় বেড়াতে৷  আর এই বেড়ানোয় অনেকের পছন্দ হল ট্রেন যাত্রা৷ ট্রেনে চেপে না হয় যাবেন।

  পুজোয় ট্রেনে মিলবে বাহারি খাবার
পুজোয় ট্রেনে মিলবে বাহারি খাবার
কলকাতাঃ পুজোয় বেড়ানো যেমন জরুরি। তেমনি পেটপুজো করাও জরুরি। তবে খাদ্যরসিকরা বলেন শুধু জরুরি বলে কিছু হয় না। পেট পুজো মাস্ট পুজোয়। চেনা স্বাদের খাবার হোক বা নতুন প্লেট টেস্ট করা। সবটাই হোক চেনা ছন্দে৷ বহু মানুষ আছেন যাঁরা পুজোর সময় ব্যাগপত্তর গুছিয়ে চলেন পুজোয় বেড়াতে৷  আর এই বেড়ানোয় অনেকের পছন্দ হল ট্রেন যাত্রা৷ ট্রেনে চেপে না হয় যাবেন। তবে মনপসন্দ খাবার পাবেন তো? রেল বলছে পাবেন। জিভে জল আনা খাবার মিলবে।
IRCTC রাজধানী, শতাব্দী ও দুরন্ততে শুরু করছে পুজো স্পেশাল বাঙালি খাবার। যাঁরা কলকাতা থেকে জার্নি করবেন তাঁদের জন্য ঢেলে তৈরি হচ্ছে নতুন মেনু। মেনু সাজানো হয়েছে পুরোটাই বাঙালি খাবার দিয়ে। মেনুতে মাছ, মাংস, পোলাও যেমন থাকছে, তেমনি থাকছে লুচি, ছোলার ডালও।তবে সুখবর রয়েছে আরও একটি। শুধু ট্রেনের মধ্যেই নেই। হাওড়া ও শিয়ালদার ফুড প্লাজাতেও থাকছে পুজো স্পেশাল বাঙালি খাবার। তাই যাঁরা ট্রেনের অপেক্ষার মাঝে লাঞ্চ বা ডিনার সারতে চান তাঁরা নিশ্চিন্তে ঢুকতে পারেন স্টেশনের ফুড প্লাজায়। স্টেশনগুলির ফাস্টফুড সেন্টার ও ফুডপ্লাজাতে পাওয়া যাবে একাধিক বাঙালি পদ। মিলবে লুচি, আলুর দম, ছোলার ডাল, ছানার কোপ্তা, পোলাও, মাছের ঝোল, পাঠার মাংস, চিংড়ি মাছের মালাইকারি, রসগোল্লা, কালাকাঁদ, রসমালাই, পায়েস।
advertisement
advertisement
অন্যান্য সময়ের মতো পাওয়া যাবে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ও মাংসের একাধিক পদও। অর্থাৎ ঘুরতে বেরিয়েও মিলবে আঞ্চলিক খাবারের স্বাদ।দুর্গাপুজোর সময় ঘোরা ফেরা, পেটপুজো গোটা ব্যাপারটাই একেবারে প্যাকেজ। কিছু একটা বাদ গেলেই যেন পুজো অসম্পুর্ণ। অনেকে আবার তো পুজোর ছুটিতে বেরিয়ে ঘুরতে। কেউ যান পাহাড়, কেউ যান সমুদ্র। কিন্তু এই ঘুরতে যাওয়ার সময়টা বাঙালি খাবার মুখে না উঠলে হয়! সেরকমই এক ব্যবস্থা করে ফেলল আইআরসিটিসি। এবার ট্রেনে জার্নি করার সময়ই ডুব দিতে পারবেন নানা ধরণের খাবারের রসনায়।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023

view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: স্টেশনেই মিলবে খাসি থেকে চিংড়ি... পুজোর কদিন মুরগি-মটনে জমে যাবে ট্রেন সফর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement