Durga Puja 2023: আজ থেকে শুরু মুখ‍্যমন্ত্রীর পুজো উদ্বোধন, হবে ভার্চুয়াল চক্ষুদানও!

Last Updated:

Durga Puja 2023: প্রতি বছর, চেতলা অগ্রণী সংঘের পুজোয় মা দুর্গার চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, তিনি চেতলা অগ্রণীর চক্ষুদানও করবেন ভার্চুয়ালিই।

 আজ থেকে শুরু মুখ‍্যমন্ত্রীর পুজো উদ্বোধন, হবে ভার্চুয়াল চক্ষুদান!
আজ থেকে শুরু মুখ‍্যমন্ত্রীর পুজো উদ্বোধন, হবে ভার্চুয়াল চক্ষুদান!
কলকাতাঃ ২০২১ সালে, বিশ্বের দরবারে স্বীকৃতি পায় কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর কালচালার হেরিটেজের তালিকায় অন্তর্ভূক্ত করা হয় দুর্গাপুজোকে। সেই উপলক্ষে ২০২২ সালের ১ সেপ্টেম্বর শহরে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাফল্যের মুকুটে নতুন পালক জোড়ার কারণে গত বছর প্রায় মহালয়ার আগেই পুজোর আমাজে মেতে উঠেছিল শহর কলকাতা। এবারও হবে না তার ব‍্যতিক্রম।
প্রতি বছরই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের পুরোনো চোটের কারণে মমতার চলাফেরার কিছু ডাক্তারি বারণ আছে। তাই, শারীরিক কারণে তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন চলতি বছরে।
advertisement
advertisement
আজ মহালয়া। আর আজ বাড়ি থেকেই ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহালয়া থেকে পর পর তিনদিন কলকাতার অনেকগুলি বড় দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে আছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ মোট ৫৫টি ক্লাব। বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি।
প্রতি বছর, চেতলা অগ্রণী সংঘের পুজোয় মা দুর্গার চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, তিনি চেতলা অগ্রণীর চক্ষুদানও করবেন ভার্চুয়ালিই। আজ, সুরুচি সংঘের থিম সং-ও ভার্চুয়ালি প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সুরুচি সংঘের এবারের থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী নিজেই।
advertisement
কেমন হবে ভার্চুয়াল চক্ষুদান? জানা যাচ্ছে, ক্যানভাসের উপরে প্রতিমার ছবি তুলে পাঠানো হবে। তৃতীয় নয়ন হবে রূপোর। মুখ্যমন্ত্রী সেটি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠাবেন। সেটি তারপর তুলে আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে। এই ভাবেই এবার চেতলা অগ্রণীর ভার্চুয়াল চক্ষুদান হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: আজ থেকে শুরু মুখ‍্যমন্ত্রীর পুজো উদ্বোধন, হবে ভার্চুয়াল চক্ষুদানও!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement